🅘সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস বিলিয়নেয়ার ২০২২ তালিকা। বিশ্বের ধনীতমদের তাল𓂃িকায় বর্তমানে মুকেশ আম্বানি, গৌতম আদানির অবস্থান কোথায় জানেন?
বিশ্বে দশম ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.১ বিলিয়ন মার্কিন ডলার।তাঁর পরেই স্থান গৌতম আদানির। তাঁর নেট ওয়ার্থ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। যদিও ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী আদানির মোট সম্পদ ১০০ বিলিয়নেরও বেশি। সেখানে তাঁর অবস্থান মুকেশ আম্বানিরও উপরে।
ইলন মাস্ক ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় এক নম্বরে আছেন। তাঁর নেট ওয়ার্থ ২১৯ বিলিয়ন ডলার। তাঁর পরেই স্থান আমাজন প্রধান জেফ বেজোসের(১৭১ বিলিয়ন ডলার)।
ফোর্বস জানিয়েছে, ১ হাজারেরও বেশি বিলিয়নেয়ার রয়েছেন যাঁরা এক বছর আগের চেয়ে এখন বেশি﷽ ধনী। অন্তত ২৩৬ জন গত এক বছরে নতুন বিলিয়নেয়ার হয়েছেন।
মার্কিন🍃 মুলুকে বিলিয়নেয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। মোট ৭৩৫🎃 জন বিলিয়নেয়ার রয়েছে সে দেশে। তারপরেই চিন(৬০৭)।
অন্যদিকে গত এক বছরের তুলনায় এ বছর রাশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা ৩৪ জন কম।