আগের তিনবার মৃত্যু পরোয়ানা জারি সত্ত্বেও আটকে গিয়েছে ফাঁসি। এদিন আবারও মৃত্যু🐼 পরোয়ানা জারি করল দিল্লির আদালত। আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার দণ্ডিতদের মৃ্ত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত দায়র🧔া বিচারক ধর্মেন্দ্র রানা।
আরও পড়ুন : 🎐'মার্চেই ফাঁসি হবে', দণ্ডিতের প্রাণভিক্ষার♛ আর্জি খারিজে মন্তব্য নির্ভয়ার বাবার
পবন কুমার গুপ্তের প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যাওয়ার পর ফাঁসিদ নয়া দিন চেয়ে বুধবার আদালতে যায় দিল্লি সরকার🔜। আদালতে দিল্লি সরকারের তরফে জানানো হয়, চার দণ্ডিতেরই সব আইনি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। একই কথা বলেন দণ্ডিতদের আইনজীবী। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর, এদিন আদালতে জানান, ফাঁসির দিন নির্ধারণের পথে কোনও আইনি বাধা নেই।
আরও পড়ুন : হিংস্র শ্বাপদের মতꦕো🔥 মরবে নির্ভয়ার অত্যাচারীরা, ঘোষণা ফাঁসুড়ের
এদিকে, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারির পর নির্ভয়ার মা আশা দেবী বলেন, 'যেহেতু চার দণ্ডিতের সব আইনি রাস🤡্তা বন্ধ হয়ে গিয়েছে, তাই আমার আশা যে ওদের নির্দিষ্ট দিনে ফাঁসি দেওয়া হবে। যতক্ষণ ওদের ফাঁসিতে ঝোলান না হচ্ছে, ততক্ষণ আমরা ওদের সঙ্গে লড়াই করতে তৈরি। যখন ওদের ফাঁসিতে ঝোলানো হবে, তখনই সবথেকে বড় জয় আসছে।'