আজাদ হিন্দ ফৌজ থেকে ভারতীয় সেনা - পরিবারের চার প্রজন্মের ঐতিহ্য অটুট রাখলেন কলকাতার ছেলে তথা লেফটেন্যান্ট অর্জুন সেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ বাহিনীতে ছিলেন তাঁর প্রপিতামহ। স্বাধীনতার পরে দাদু ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। বাবা বর্তমানে ভারতীয় সেনার ব্রিগেডিয়ার পদে আছেন। আর বাবার ইউনিটেই যোগ দিলেন লেফটেন্যান্ট অর্জুন। আর পরিবারের সেই গর্বের ঐতিহ্য বজায় রেখে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। অত্যন্ত গর্বের সঙ্গে লেফটেন্যান্ট অর্জুন জানান, তাঁর শরীরে ভারতীয় সেনার রক্ত বইছে। ভারতীয় সেনা ছাড়া তিনি আর কোথায় যেতেন𓆉। শেষপর্যন্ত স্বপ্নপূরণ হওয়ায় ꦜঅত্যন্ত গর্ববোধ করছেন বলে ২৩ বছরের লেফটেন্যান্ট অর্জুন।
গত সপ্তাহে দেরাদুনে ‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’-র পাসিং আউট প্যারেডের পরে লেফটেন্যান্ট অর্জুꩲন আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় যোগ দেন। আর সেই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে দেরাদুনে হাজির ছিলেন লেফটেন্যান্ট🍎 অর্জুনের বাবা তথা ভারতীয় সেনার ব্রিগেডিয়ার দেবকুমার সেন এবং তাঁর মা অপর্ণা সেন। চোখের সামনে আরও একটা প্রজন্মকে পরিবারের ঐতিহ্য বজায় রাখতে দেখে গর্বে বুক ফুলে ওঠে তাঁদের।
আরও পড়ুন: Rajnath Singhꦫ: আপনারা সীমান্ত রক্ষা না করলে এটা সম্ভব হত না, অরুণাচলে বড় কথা জানালেন রাজনাথ
দ্য টাইমস অফ ইন༺্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, লেফটন্যান্ট অর্জুন জানান যে আজাদ হিন্দ ফৌজে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তাঁর প্রপিতামহ আরসি সেন। তাঁর দাদু মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডিকে সেন ভারতীয় সেনায় চিকিৎসক হিসেবে কর্মরত ছ🌳িলেন। বাবা ব্রিগেডিয়ার দেবকুমার সেন আপাতত ভারতীয় সেনার ৭৪ তম মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত আছেন। যে ইউনিটেই যোগ দিয়েছেন লেফটন্যান্ট অর্জুন।
কলকাতার ছেলে লেফটেন্যান্ট অর্জুন পড়াশোনায় তুখোড় ছিলেন। ওই সংꦚবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন। তাঁর রেজাল্টও ছিল দুর্দান্ত। সিজিপিএ ছিল ৯.৪। আর সেই পরিস্থিতিতে ইনটেলের মতো বিশ্বের একাধিক প্রথমসারির কোম্পানির থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন।
কিন্তু সেইসব পথে হাঁটেননি লেফটেন্যান্ট অর্জুন। বরং নিজের স্বপ্নপূরণের জন্য ‘ই🌳ন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’-তে যোগ দেন কলকাতার ছেলে। যে স্বপ্নপূরণ হয়েছে গত সপ্তাহেই। তারপরই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন লেফটেন্যান্ট অর্জুনের বাবা ব্রিগেডিয়ার সেন। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন যে পরিবারের চতুর্থ প্রজন্ম সেনায় যোগ দেওয়ায় অত্যন্ত গর্ববোধ হচ্ছে। একইসুরে লেফটেন্যান্ট অর্জুনের মা অপর্ণা🎐 সেন জানান, লেফটেন্যান্ট অর্জুন সবসময় সেনায় যোগ দিতে চাইতেন। অবশেষে ছেলের স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন লেফটেন্যান্ট অর্জুনের মা।
আরও পড়ুন: HTLS 2023: 'পাল্টাচ্ছে যুদ্ধের ধরন, মহিলাদের ভূমিকা ෴আরও বেশি …', বলছেন সেনার মহিলা অফিসার