উৎপল পরাশর
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার তিনি অরুণাচল প্রদেশ লাগোয়া ভারত- চিন সীমান্ত এলাকা পജরিদর্শন করেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনার প্রস্তুতি সম্পর্কে খতিয়ে দেখেন তিনি। অসম ও অরুণাচলে দুদিনের সফরে এসেছেন রাজনাথ সিং। সেনা প্রধান মনোজ পান্ডে সহ পদস্থ সেনা আধিকারিকরাও এদিন তাঁর সঙ্গে ছিলেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে সেনারা মোতায়েন রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সঙ্গে তিনি দশেরা পালন করেন। তাওয়াংয়ে সেনা বাহিনীর সঙ্গে অস্ত্র পুজোতে তিনি অংশ নেন। তিনি জানিয়েছেন, অশুভের বিরুদ্ধে শুভর জয়ের প্রতীক হল এই দশেরা।
তিনি জানিয়ে🌼ছেন, মানুষ বুঝতে পারছেন যে, আমরা শুধু অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়েছি এমনটা নয়, আমরা প্রতিরক্ষাক্ষেত্রেও বিশেষভাবে উন্নত♈ হয়েছি। আমরা এর আগে অন্যান্য দেশ থেকে অস্ত্র নিয়ে আসতাম। ২০১৪ সালের আগে আমাদের অস্ত্র রফতানির পরিমাণ ছিল ১১০০ কোটির। আর বর্তমানে তার পরিমাণ ২০,০০০ কোটিরও বেশি। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সমস্ত অস্ত্রই ভারতীয়রা ভারতে তৈরি করেন। এমনকী বিদেশের অস্ত্র প্রস্তুতকারকরা ভারতের সঙ্গে একযোগে কাজ করে।
তিনি জানিয়েছেন, যে আত্মত্য়াগের মাধ্যমে ভারতের সেন♉ারা সীমান্ত পাহারার কাজ করেন ত﷽া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান গত ৮-১০ বছরে আরও বাড়িয়ে দিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের উন্নতির ক্ষেত্রে একটা বড় বিষয় হল প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নতি। কিন্তু আমি এটা বলতে পারি আপনারা যদি দেশের সীমান্তকে রক্ষা না করতেন সেটা হয়তো সম্ভব হত না। কীভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্য়ে দেশের সীমান্তকে রক্ষা করে ভারতীয় সেনা সেটা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রতিটি শিশু, যুব♛ক জীবনের 🐭কোনও না কোনও সময়ে এই ইউনিফর্মটি পরতে চান। এই পোশাকের সঙ্গে যে কত বড় সম্মান জড়িয়ে রয়েছে।
তাওয়াং মেমোরিয়ালে পুষ্প স্তবক অর্পণ করেন তিনি । এটা ১৯৬২ সালের যুদ্ধে♎ শহিদদের উদ্দেশে করা হয়েছিল। পিআইবি রিলিজ সূত্রে খব🗹র, প্রকৃত নিয়ন্ত্রণরেখার সংলগ্ন এলাকার পরিকাঠামো সম্পর্কিত ব্যাপারে তিনি আলোচনা করেন।