মঙ্গলবার থেকে দেশে শুরু🍌 করে আংশিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা। সেজন্য একাধিক ন🍬িয়ম ও শর্ত মেনে চলতে হবে। কখন স্টেশন পৌঁছাতে হবে, কীভাবে পৌঁছাবেন, খাবার পাবেন কিনা, তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছে রে⛦ল মন্ত্রক। একনজরে দেখে নিন আপনার যাবতীয় প্রশ্নের উত্তর -
ট্রেনের মধ্যে কোনও কম্বল ও চাদর দেওয়া হবে না। যাত্রীদের নিজেদের চাদর নিয়ে যাওয়ার আর্জি𒆙 জানিয়েছে রেল।
টিকিটের ভাড়ায় কেটারিং চার🐽্জ ধরা হচ্ছে না। প্রিপেড মিল, ই-ඣকেটারিং পরিষেবা বন্ধ থাকবে।
যাত্রীদ🅷ের নিজেদের খাবার ও পানীয় জল নিয়ে আসার পরামর্শ দিয়েছে রেল। তবে চাহিদার ভিত্তিতে ট্রেনের মধ্য়ে শুকনো খাবার, রেডিমেড খাবার ও বোতলজা🎀ত পানীয় জল মিলবে। সেজন্য অবশ্যই টাকা দিতে হবে।
ট্রেন ছাড়ার নির্ধারিত 🌠সময়ের ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে।
বাড়ি থেকে আসার জন্য গাড়ির চালক এবং যাত্রীদের কোনও বিশেষ পাস লাগবে না। কনফ🐭ার্মড ই-টিকিট দেখালেই রাস্তায় ছাড় মিলবে। স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর সময়েও ই-টিকিট থাকলেই হবে।
পনেরো জোড়া ট্রেনের যাত্রীদের ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের পরামর্শ▨ দেওয়া হবে।
সর্বোচ্চ সাতদিন আগে টিকিট বুকিং করা যাবে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল ক♒রা যাবে। তারপর আর টিকিট বাতিল করা যাবে না। টিকিট বাতিল করলেও ভাড়ার ৫০ শতাংশ অর্থ ফেরত পাওয়া যাবে।