ব🌠াণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ℱআজই এখলাফে ১০০ টাকার বেশি বেড়েছে। আর এরপরই পরপর কংগ্রেস নেতা তোপ দাগলেন সরকারকে। আজ রাহুল গান্ধী টুইট বাণে বিদ্ধ করলেন সরকারকে। তিনি লেখেন, ‘মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে ভুল বোঝানোর চেষ্টা কমেছে।’ এদিকে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি সংসদের চলমান শীতকালীন অধিবেশনে মূল্যস্ফীতির উচ্চ হার নিয়ে আলোচনার জন্য লোকসভায় একটি মুলতুবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন।
লোকসভার সাধারণ সম্পাদককে লেখা চিঠিলে মণীশ তিওয়ারি লেখেন, ‘দেশের অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করেছে উচ্চ মূল্যস্ফীতির হার। তেল ও সব♛জির দাম আকাশচুম্বী হয়েছে এবং জ্বালানি প্রায় প্রতিদিনই নতুন দামের রেকর্ড ভাঙছে। যেখানে পেট্রল ১০০ টাকার সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এলপিজি সিলিন্ডারের দাম ২০১৪ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আরবিআই-এর প্রকাশিত তথ্য অনুসারে, অক্টোবর ২০২০-এর সিপিআই (সম্মিলিত) তেলের মূল্যস্ফীতির হার বছরে ৩৩.৫০ শতাꩵংশে দাঁড়িয়েছে যেখানে জ্বালানী এবং পরিবহণ এবং যোগাযোগের জন্য এই সংখ্যা ১৪.১৯ এবং ১০.৯০ যথাক্রমে। ꦛমূল্যস্ফীতির এই উচ্চ হার যে শুধু দেশের নিম্ন-আয়ের গোষ্ঠীর পিঠ ভেঙে দিচ্ছে, এমন না। এর জেরে ক্রমবর্ধমান বৈষম্য আরও বাড়িয়ে দেয়। এইভাবে, আমি মূল্যস্ফীতির এই জরুরি ইস্যুটি লোকসভায় তুলতে চাই।’
উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকেই মহার্ঘ হতে চলেছে ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস।কলকাতায় ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়তে চলেছে ১০৩ টাকা ৫০ পয়সা। দিল্লিতে দাম বেড়েছে ১০০ টাকা ৫০ পয়সা। এর জেরে কলকাতඣায় ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াবে হতে চলেছে ২ হাজার ১৭৭ টাকা।