ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন গৌতম আদানি। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং লুই ভিটনের প্রধান বার্নার্ড আর্নল্টকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি। গত সপ্তাহে সাময়িকভাবে দ্বিতীয় স্থানে আসার পর ফের তৃতীয় স্থানে পিছিয়ে যান আদানি। তবে ফের বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তির স্থান ফিরে প🎶েয়েছেন তিনি।
ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানির মোট সম্পদের মূল্য ১৫৬.৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২.৪৪ লক্ষ কোটি টাকা। ফ্যাশন সংস্থা লুই ভিটনের বার্নার্ড আর্নল্ট এবং জেফ বেজোসের চেয়েও যা বেশি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ আদানির তুলনায় অনেকটাই কম। বর্তমানে তাঁর নেট ওয়ার্থ ৯২ 🅠বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের অষ্টম ধনীতম ব্যক্তি তিনি। তবে ভারতে গৌতম আদানির পর দ্বিতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানি।
তবে বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক। টেসলা♎র প্রতিষ্ঠাতার মোট সম্পদ ২৭📖৭ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২.০৫ লক্ষ কোটি টাকা।
সম্প্রতি আদানি গোষ্ঠী অম্বুজা সিমেন্টস এবং ACC-൩কে ৬.৫ বিলিয়ন ম꧅ার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করেছে। আগামিদিনে অম্বুজা-এসিসি-র সিমেন্ট উত্পাদন✅ দ্বিগুণ করার পরিকল্পনার কথা ♑জানিয়েছেন গৌতম আদানি। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উ🍎ত্পাদক অম্বুজা-এসিসি।