তামা উত্পাদন খাতে প্রবেশ গৌতম আদানির। গুজরাটের মুন্দ্রায় দশ লক্ষ টন বার্ষিক উত্পাদন ইউনিট স্থাপন করছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই তার জন্য বিপুল 💃অঙ্কের ঋণ পাচ্ছে সংস্থꦡা।
কচ্ছ কপার লিমিটেডের (KCL) তামা শোধনাগার প্রকল্প স্থাপন করছে আদানি গোষ্ঠী। এটি আদানি এন্টারপ্রাইজ🐠েস লিমিটে🌟ডের সহযোগী সংস্থা। দুই ধাপে প্রকল্পটি সম্পন্ন হবে।
৬,০৭১ কোটি টাকা ঋণের অনুমোদন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নেতৃত্বে ব্যাঙ্কগুলির একটি কনসোর্টিয়াম থেকে এই প্রকল্পের জন্য ঋণ অনুমোদিত হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টনের প☂্রকল্পের জন্য, ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম চুক্তি করেছে। দিচ্ছে ৬,০৭১ কোটি টাকার ঋণ।
আদানি এন্টার♋প্রাইজেস লিমিটেডের ডিরেক্টর বিনয় প্রকাশ জানান, আগামী ২০২৪ সালে প্রকল্ওপের কার্যক্রম শুরু হবে।
গৌতম আদানির ৬০ তম জন্মদিনে ৬০,০০০ কোটি টাকা দানের পরিকল্পনা আদানি পরিবারের
সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন গৌতম আদানি। উদযাপনের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং𝕴 দক্ষতা উন্নয়নে বিপুল অনুদানের ঘোষণা করেছে আদানি পরিবার। আদানি ফাউন্ডেশনের মাধ্যমে ৬০,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়েছে।
গৌতম আদানি বলেন, 'এর মাধ্যমে আমরা সারা দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে অবদান রাখার সুযোগ। আমি আপ্লুত। আমার 𒀰৬০ তম জন্মদিন ছাড়াও এ বছর আমার বাবার শততম জন্মবার্ষিকী। আমাদের পথপ্রদর্শক শান্তিলাল আদান𒅌ি। ফলে এই অনুদান আমাদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'