অর্ধশতাব💃্দীর সম্পর্ক ছিন্ন করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবি আজাদ। ছেড়ে দিলেন কংগ্রেস। বিদায়বেলায় একেবারে সরাসরি🧸 কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে 'শিশুসুলভ', 'অপরিণত' বলে আক্রমণ শানালেন। ঘুরিয়ে কিছুটা নিশানা করলেও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর মোটের উপর প্রশংসা করলেন।
শুক্রবার কংগ্রেসের🌠 যাবতীয় পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেন গুলাম। সেইসঙ্গে সোনিয়াকে লেখা পাঁচ পৃষ্ঠার চিঠিতে গুলাম জানিয়েছেন, 'একরাশ কষ্ট চেপে' শতাব্দীপ্রাচীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা জানিয়েছেন, 'ভারত জোড়ো যাত্রার' আগে ‘কংগ্রেস জোড়ো যাত্রা’ করা উচিত।
কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম প্রতিনিধি ছিলেন। যে গোষ্ঠীর নেতারা কংগ্রেসের অভ্যন্তরে আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করে আসছিলেন। তবে তাঁদের 'প্রতিবাদে' কার্যত কোনও লাভ হয়নি। গুলাম অভিযোগ করেন, রাহুল কংগ্রেসের সভাপতি (২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন) হওয়ার পর সব বর্ষীয়ান নেতাদের কোণঠাসা করে দেওয়া হয়েছিল এবং 'একদল অনভিজ্ঞ তল্পিবা൩হকরা (পড়ুন রাহুলের গুণগান করা নেতারা) দলের কাজকর্ম চালানো শুরু করেছিলেন।'