মঙ্গল൩বার ভারতীয় বাজারে দাম বাড়ল সোনা এবং রুপোর দাম। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১২ শতাংশ বা ৬১ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,০২০ টাকা। এক কিলোগ্রাম রুপোর দাম ৩৫৩ টাকা বা ০.৫৭ 🍰শতাংশ কমে ঠেকেছে ৬১,৮৫০ টাকায়।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে🌊? রোজ দেখুন এখানে)
কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম
মঙ্গলবার কলকাতায় বাজার খো🅺লার 🌳সময় সোনা এবং রুপোর দাম কত ছিল, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২🐈,৩৫০ টাকা।
• ২২ ক্যারাট, গয༒়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৬৫০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক ♒সোনার গয়না (১০ গ্রাম)-ꦐ ৫০,৪০০ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬২,৮০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬২,৯০০ টাকা।
ভারতে সোনার দামের ইতিবৃত্ত
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা সময় ভারতীয় বাজারে সোনার দাম ক্রমশ বাড়ছিল। গত মার্চের শুরুর দিকে তো ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছে গি🗹য়েছিল। ভারতের বাজারে রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়ছিল। যদিও ৫৬,১৯১ টাকার রেকর্ড অক্ষত থেকে গিয়েছে। বরং গত দু'মাসে ১০ গ্রাম সোনার দাম ৪,৫০০ টাকা কমেছে। সার্বিকভাবে রেকর্ড দামের থেকে ৫,০০০ টাকা কম পড়ছে হলুদ ধাতুর দর।