মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে এদিনও পতন দেখা জারি থাকল। এদিন হলুদ ধাতুর দাম অনেকটা কমে ১০ গ্রাম প্রতি দর দাঁড়ায় ৪৬,৩৭৭ টাকা। এদিকে রুপোর দাম এদিন ১ শতাংশ কমে যায় গত সেশনের তুলনায়। এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এদিন ০.৩ শতাংশ কম ছিল। প্রতি আউন্স সোনার দাম ছিল ১,৭৬২.৩৩ ডলার। এদিকে আজ কলকাতায় পাকা সোনা বা ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৭৫০০ টাকা। এদিকে কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫০৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫০৫০ টাকা। ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৫৭৫। ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৫৭৫০ টাকা। এই দাম জিএসটি এবং টিসিএস বাদে।এমনিতে গত বছর অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। ১০ গ্রাম সোনা ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারপর তা আবার সস্তা হয়েছে। গত সপ্তাহের শেষের দিক এবং চলতি সপ্তাহে দাম কমেছিল। আপাতত ১০ গ্রাম সোনা রেকর্ড দরের থেকে প্রায় ৯,০০০ টাকার মতো কম আছে। এদিকে বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের ০.৬ শতাংশ ১,৮০০ ডলারের পর্যায়ের নিচে চলে গিয়েছে।