চাহিদার পারদ চড়ার সঙ্গে সঙ্গে সোনার দামে উত্থান অব্যাহত রইল বুধবারও। ভারতের পাশাপাশি আন্ত🍌র্জাতিক বাজারেও সোনার দাম এ দিন ঊর্ধ্বগামী।
এ দিন এমসিএক্স সূচকে সোনার দরে ০.৬% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৪৭,৩৩১ টাকা। গত দজিনের চ🦋েয়ে যা ৪৩৫ টাকা বেশি।
এ দিন এমসিএক্স সূচকে ꧋রুপোর দামও ১.১৭% বেড়েছে, যার ফলে বাজারে প্রতি কেজিতে দাম পড়ছে ৪৯.৩৯০ টাকা।
আন্তর্জাতিক বাজারে বুধবার সোনার দামে সামান্য বৃদ্ধি দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির জেরে এ দিন প্রতি আউন্স সোনার দাম যাচ্🍸ছে ১,৭৪৭.১৯ ডলার। পাশাপাশি, আমেরিকার সূচকে দর ০.৪% বাড়াক ফলে প্রতি আউন্স সোনার দাম পড়ছে ১,৭৫৩.৩০✱ ডলার।
মার্কিন সেনেট ব্যাঙ্কিং কমিটির সামনে বিবৃꩲতি দিতে গিয়ে ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, তাঁরা ঋণগ্রাহকের তালিকা বাড়ানোর চেষ্টা করছেন।
তারই প্রেক্ষিতে এএনজেড বিশ্লেষক ড্যানিয়েল হাইনস মন্তব্য করেছেন, ফেডারেল রিজার্ভের আগামী কয়েক মাসের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব বিস্তার করবে। পাওয়েলের ব💟িবৃতি থেকে স্পষ্ট হয়েছে যে, আগামী দিনে বাজারদর শূন্যের কাছাকাছি থাকবে। আর তার জেরে আখেরে সোনার দাম চড়ার দিকে থাকারই সম্ভাবনা রয়েছে।