আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ভারতে সোনার দাম আরও চড়া হল। এমসিএক্স সূচকে অগস্ট গোল্ড ফিউচারে ০.২% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৮০০ টাকা। এই নিয়ে পর পর ছয় দিন সোনার দাম চড়ল।তবে গত কয়েক দিনে দর বাড়লেও এ দিন সূচকে ০.১৪% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬১,১১০ টাকা। আমেরিকা ও চিনের মধ্যে সম্পর্কের ক্রমাবনতির জের এবং একাধিক দেশে আর্থিক প্যাকেজ ঘোষণার জেরে বিশ্ববাজারে এ দিন সোনার দামে স্থিতাবস্থা দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৮৫.৬২ ডলার। এর আগে প্রায় ১,৯০০ আউন্সপ্রতি দাম উঠেছিল সোনার। সোনার দর থিতু হলেও এ দিন সূচকে ০.৩% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২২.৬৬ ডলার। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে গড়ে ৪% উঠতে দেখা গিয়েছে সোনার দাম। গত তিন মাসের হিসেবে সপ্তাহশেষে এই দর সর্বোচ্চ।কোটাক সিকিউরিটিজ-এর তরফে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে ভৌগোলিক-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বের বিত্তশালী দেশগুলির আরও আকর্ষণীয় আর্থিক প্যাকেজ ঘোষণার আশায় সোনা-রুপোর দামে বর্তমানে যে ওঠানামা দেখা দিয়েছে, তা আপাতত বেশ কিছু দিন বজায় থাকবে। তবে ডলারের দাম তুলনায় কমার কারণে সোনায় আস্থা রাখছেন বিনিয়োগকারীরা।’উল্লেখ্য, অতীতে সংকটকালে একই ট্রেন্ড-এর জেরে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। করোনা ,সংক্রমণের প্রেক্ষিতে সেই ধারাই মেনে চলেছেন লগ্নিকারীরা।