একদিনে ৮০০ টাকা বৃদ্ধির পর আবার পড়ল সোনার দাম, বিশ্ব বাজারে সতর্ক লগ্নিকারীরা
1 মিনিটে পড়ুন Updated: 08 May 2020, 11:24 AM ISTশুক্রবার দাম পড়লেও চলতি সপ্তাহে বিশ্ব বাজারে প্রায় এক𒁏 শতাংশ বেড়েছে হলুদ ধাতুর দর।
শুক্রবার দাম পড়লেও চলতি সপ্তাহে বিশ্ব বাজারে প্রায় এক𒁏 শতাংশ বেড়েছে হলুদ ধাতুর দর।
একদিনে ১০ গ্রাম প্রায় ৮০০ টাকা বৃদ্ধির পর ভ🅺ার൲তীয় বাজারে আবার পড়ল সোনার দাম। বিশ্ব বাজারেও নিম্নমুখী হয়েছে হলুদ ধাতুর দর।
আরও পড়ুন : গৃಞহঋণে সুদের হার কমাল SBI, বয়স্করা ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন অতিরিক্ত সুদ
🍰 শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬,০৫৬ টাকা। এমসিএক্স সূচকে রুপোর দাম অবশ্য বেড়েছে। কেজি প্রতি রুপোর দাম ০.২৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৩,২২৮ টাকা। গত সেশনেও রুপোর দাম উল্লেখ্যযোগ্যভাবে বেড়েছিল। সেই স💦েশনে প্রতি কেজি রুপোর দর তিন শতাংশ বা ১,২৫০ টাকা বেড়েছিল।
আরও পড়ুন : বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি
ভারতের মতো বিশ্ব বাজারেও সোনার দাম পড়েছে। ১০ গ্রাম স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭১৪ ডলার। আগের সেশনে অবশ্য সোনার দাম দু'শতাংশ বেড়েছিল। বিশ্ব অর্থনীতির চাঙ্গা হওয়ার বি🌃ষয়ে অনিশ্চয়তা এবং করোনাভাইরাসের উৎস নিয়ে মার্কিন-চিনের মধ্যে নতুন করে রেষারেষির জেরে বিনিয়ো꧑গকারীরা সোনা লগ্নির দিকে ঝুঁকেছিলেন। চলতি সপ্তাহে প্রায় এক শতাংশ বেড়েছে হলুদ ধাতুর দর।
আরও পড়ুন : আচমকা কোনও গন্ধ পাচ্ছেন না, খাবারꦅে স্বাদ মিলছে 🦄না? আপনি করোনা পজিটিভ হতে পারেন
জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের কমোডিটি রিসার্চ প্রধান হরিশ ভি-𒆙র মতে, বিশ্বের দুর্বল অর্থনীতি ও আর্থিক মন্দা চলার আশঙ্কায় সোনার দাম মোটামুটি অটল থাকবে। তবে শুক্রবার আমেরিকার যে বেকারত্বের পরিসংখ্যান ও নন-ফার্ম বেতন তালিকা প্রকাশ করা হবে, তার আগে লগ্নিকারীরা বাড়তি সতর্ক থাকতে পারেন।
আরও পড়ুন : Covid-19 Updates: ভারতে জুন-জুলাইয়ে করোনার প্রভাব সর্বাধিক হতে পারে, আশ𒐪ঙ্কা AIIMS অধিকর্তার