Gold rate today: মার্কিন ফেড সুদের হার প্রায় 25 bps বৃদ্ধি করতে পারে। এমন জল্পনার মাঝেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দামে প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালের প্রাথমিক ট্রেডিংয়ে সোনার দাম বেড়েছে। MCX-এ জুন ২০২৩-এ গোল্ড ফিউচার কনট্রাক্ট প্রতি ১০ গ্রামে ২১ টাকা বেড়ে ক্লোজ হয়েছে। সকালের ট্রেডিংয়ে দাম পৌঁছে যায় ৫৯,৭৪৩ টাকার স্তরে। সর্বকালের সর্বোচ্চের তুলনায় যায় মাত্র ১,৬০০ টাকা কম। আরও পড়ুন: দেনার দায়ে ডুবে থাকা বিশ্বের ১৫টি দেশের মধ্যে আছে পাকিস্তান! একেবারে হাল খারাপ
একইভাবে, MCX-এ ২০২৩ সালের মে মাসে জন্য সিলভারের ফিউচার চুক্তি কম দামে ওপেন হয়েছে। প্রতি কেজি ৭৪,০৫৩ টাকার 🌳স্তরে তা ইন্ট্রাডে-তে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে, রূপোর রেট মঙ্গলবার কিছুটা কমে দিকেই রয়েছে। এশিয়ার স্টক মার্কেটে সকালের সেশনে রূপোর রেট ০.৩৬% হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক🍸 বাজারে আজ রুপোর দর আউন্স প্রতি ২৪.৬০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
সোনা ও রুপোর দাম কমার কারণ কী? এই সম্পর্কে IIFL সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্ত বললেন, 'FO෴MC মিটিংয়ে US Fed রেট 25 bps বৃদ্ধির সম্ভাবনার কথা বাজারে ছড়িয়ে গিয়েছে। সেই কারণে সকালের ট্রেডিং সেশনে সোনার দাম বেশি দামে ট্রেড করছে। সোমবার মার্কিন ডলারের রেটেও কিছুটা বৃদ্ধি হয়েছে। সোমবার সন্ধ্যায় হলুদ ধাতু $২,০০০-এর উপরে পৌঁছে গিয়েছিল।'
কলকাতায় সোনার দাম কত?
মঙ্গলবার কলকাতায় ২২ ক✅♚্যারাট সোনার দাম ছিল ৫৫,৭০০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৭৬০ টাকা প্রতি ১০ গ্রাম।
অন্যদিকে কলকাতায় রুপোর দাম কেজি প্রতি দাঁড়িয়েছে ৭৬,১০০ টাকা করে। সোমবারের তুলনায় যা ১০০ টাকা বেশি। আরও পড়ুন: 'কষ্টের রোজগারের টাকা' ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারের কথায় লগ্নি, পঞ্জি অ্যাপ নিয়ে সতর্ক করলেন নির্মলা
মঙ্গলবারের সোনার দামের বিষয়ে বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদে🐎ভা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনা দামে এভাবে বৃদ্ধি অব্যাহত রাখতে হলে আউন্স প্রতি ২,০১০ ডলারের প্রাথমিক বাধা টপকাতে হবে। আর সেটা না হলে ফের দাম সংশোধন হতে পারে৷’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক