গত দুই দিনের মতো বুধবারও ভারতে সোনার দামে পতন অব্যাহত রইল। এ দিনের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারাটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬১ টাকা কম যাচ্ছে꧃। ﷽রুপোর দরও পড়েছে ১,৭৪২ টাকা।
এ দꦰিন এমসিএক্স সূচকে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,২২২ টাকা। রুপোর দাম প্রতিকেজিতেযাচ্ছে ৫৮,২১৭ টাকা। গত তিন দিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে নেমেছে ১,৩৯৮ টাকা আর রুপো প্রতি কেজি তিন দিনে কমেছে ৭,৬৮৮ টাকা।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন-এর 🔜(IBJA) ওয়েবসাইট অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে দেশের বাজারে সোনা-রুপোর দর যাচ্ছে এই রকম:
মনে রাখা জরুরি, সোনা কেনা-বেচায় IBJA-র জারি করা দর সারা ভারতে মেনে চলা হয়। তবে অ্যাসোসিয়েশন-এর ওয়েবসাইট নির্ধারিত দামে জিএসটি যুক্ত করা হয়নি🅠। দেশের মোট ১৪টি বাজারের দর পর্যালোচনা করে প্রতিদিন সোনা-রুপোর দাম নির্ধারণ করে IBJA।