আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বাড়ার সঙ্গ🐎ে তাল রেখে মঙ্গলবার ভারতে দাম বাড়ল সোনা ও রুপোর।
এ দিন এমসিএক্স সূচকে ০.২৮% উত্থানের জেরে প্রতি ১০🗹 গ্রাম সোনার দাম দাঁড়াল ৫১,০৭৩ টাকা। সূচকে ১% বৃদ্ধির জেরে প্রতি কেজি ♎রুপোর দাম যাচ্ছে ৬২,৪৯৬ টাকা।
গত অধিবেশনে সোলার ম𓂃ূল্যবৃদ্ধি ঘটেছিল ০.১🎉৭% এবং রুপোর দাম পড়েছিল ০.৭৫%। এমসিএক্স সূচকে সোনার দাম সর্বোচ্চ যাবে ৫১,৪৮০ টাকা প্রতি ১০ গ্রাম এবং সর্বনিম্ন যাবে ১০ গ্রামে ৫০,১১০ টাকা, জানিয়েছে ব্রোকারেজ সংস্থা জিওজিৎ ফাইন্যান্স।
আন্তর্জাতিক বাজারে এ দিন বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা🔥 হ্রাস পাওয়ায় এবং ডলার মূল্য কমার ফলে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। স্পট গোল্ড সূচকে ০.৩% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯০৭.৭৭ ডলার। আর সূচকে ০.৫% উত্থানের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৪.৪৩ ডলার।
বাজার বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ার কারণে উদ্বেগ ছড়িয়েছে লগ্নিকারী মহলে। এর ওপর আগামী সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোভিড পরিস্থিতি সামলাতে বিশেষ কোনও আ𓄧র্থিক প্যাকেজ ঘোষণা না করায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতে গত অগস্ট মাসে রেকর্ড হারে বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ꩵ৫৬,২০০ টাকা।