লাগাতার পতনের শেষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই বৃহস্পতিবার ভারতের বাজারে সোনার দাম বাড়ল। এ দিন এমসিএক্স সূচকে ০.২৫% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৬,১২৪ টাকা। এর আগে ১,১০০ টাকার ওপরে দাম পড়েছিল সোনার।সোনার দাম বাড়লেও এ দিন বাজারে রুপোর দামে বিশেষ নড়চড় দেখা যায়নি। প্রতি কেজি রুপোর দাম এ দিন দাঁড়িয়েছে ৪৮,৪৫২ টাকা। তবে এর আগে পর পর দুই দফায় কেজিতে রুপোর দাম কমেছিল ২,০০০ টাকা। ভারতে মজুত সোনা অধিকাংশই আমদানি হয়। এই কারণে সোনার দামের মধ্যে ধরা থাকে ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি। আন্তর্জাতিক বাজারে এ দিন স্পট গোল্ড সূচকে ০.৪% দর ওঠার জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১.৭০৩.৬৭ ডলার। পাশাপাশি ওই সূচকে রুপোর দাম ০.৪% পতনের জেরে প্রতি আউন্সে যাচ্ছে ১৭.৫৯ ডলার। বুধবার আমেরিকায় চিনা যাত্রীবাহী বিমান নামার উপরে আগামী ১৬ জুন থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে। পাশাপাশি, বৃহস্পতিবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক বেশ কিছু আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে আশার হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য বড় ব্যাঙ্কগুলিও নিস্তেজ অর্থনীতি চাঙ্গা করার উদ্দেশে আর্থিক প্যাকেজ চালু করার ফলে সোনার বাজারে খোলা বাতাস বইতে শুরু করেছে। এ দিন বিশ্বের বৃহত্তম স্বর্ণ-ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR Gold Trust-এ ০.৪% হোল্ডিং বাড়ার ফলে মোট মজুত সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১,১১৩.৩৭ টন।