মঙ্গলবার সোনা ও রুপো🔯, দুইয়েরই দামে বড়সড় পতন হল। সোমবার দাম বাড়লেও এ দিন একধাক্কায় অনেকটাই কমল দুই মূল্যবান ধাতুর দাম।
এমসিএক্স সূচকে আগের অধিবেশনে বৃদ্ধি দেখা দিলেও দিন ০.০৬% পতনের ফলে প♏্রতি ১০ গ্রাম সোনার দাম যাꦇচ্ছে ৪৬,০৭২ টাকা। পাশাপাশি, রুপোর দর সূচকে ০.১২% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৮,১২৭ টাকা।
ভারতীয় বাজারে মে মাসের তুলনায় প্রায় ২,০০০ টাকা নেমেছে সোনার দাম। গত মাসে ১০ গ্রাম সোনার দাম ৪৮,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে, বিশ্ব অর্থনীতি ফের চাঙ্গা করার চেষ্টায় নিষে💜ধাজ্ঞা শিথিল করার প্রভা🌱বেই সোনায় বিনিয়োগের হার কমিয়েছেন লগ্নিকারীরা।
তবে আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দাম 💞কিছু বেড়েছে। স্পট গোল্ড সূচকে ০.৪% উত্থানের দরুণ প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭০০.৭৮🐲 ডলার। রুপোর দর সূচকে ১.১% পড়ার ফলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৬৬ ডলার।
আপাতত আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দুই দিনের 🧸বৈঠকে কী ফলাফল দাঁড়ায়, সে দিকেই নজর রয়েছে বিশ্বের সোনা ব্যবসায়ীদের। সাধারণত, বাজারে সুদের হার কমতে থাকলে সোনায় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পায়। ঝিমিয়ে পড়া বাজারে সোনায় লগ্নি অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়। আবার মূদ্♒রাস্ফীতি রুখতেও এঅই প্রবণতা কাজ করে।
এরই জেরে গত তিন দিন ধরে বিশ্বের বৃহত্তম স্বর্ণ-ভিত্তিক ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণে ভাটা দেখা দিয়েছে। সোমবার ট্রাস্ট-এ মজুত সোনায় ০.২% পতনের জে🐼রে মোট পরিমাণ দাঁড়ায় ১,১২৫.৪৮ টন।