সপ্তাহশেষে সোনা ও রুপোর দরে বড়সড় পতনের জেরে লোকসানের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। শুক্রবার দিনের শেষে এমসিএক্স সূচকে ৪% দ🐎র পড়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২,০৫০ টাকা কমে নেমে এসে দাঁড়াল ৪৮,৮১৮ টাকায়।
সূচকে ৮.৮% পতনের জেরে কেজিতে ৬,১০০ টাকা দ💧র পড়ার ফলে রুপোর দাম দাঁড়াল ৬৩,৮৫০ প্রতি কেজি।
মার্কিন রাজস্বের💧 পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড সূচকে প্রায় ৪% পতন ঘটায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়াল ১,৮৮৩.৮৩ ডলার।
সংকটকালে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হলেও আমেরিকার রাজস্ব দফতরের ছাড়া বন্ডে সুদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সোনায় বিনিয়োগের আকর্ষণ অনেকটাই ফিকে হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। একই কারণে রুপো, প্যালাডিয়া♕ম ও প্ল্যাটিনামের দামও পড়েছে সূচকে।
তা ছাড়া সোনার দামে প্রভা🍷ব ফেলেছে মার্কিন রাজস্ব বন্ডের কারণে ডলারের মূল্যবৃদ্ধি, জানিয়েছে কোটাক সিকিউরিটিজ।
অন্য দিকে ভারতে সভ🅠রেন গোল্ড বন্ডের দশম কিস্তি বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ১১ জানুয়ারি থেকে গোল্ড বন্ড সাবস্ক্রিপশন চালু হচ্ছে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতি ইস্যুর দাম রাখা হয়েছে ৫,১০৪ টাকা। অনলাইন বুকিংয়ের উপরে থাকছে ইস্যুপ্রতি ৫০ টাকা ছাড়ের ব্যবস্থা।
গোল্ড বন্ড কিনলে বছরে ২.৫% হারে সুদ পাবেন গ্রাহকরা। এ🍌 ছাড়া, বাজারে সমসাময়িক সোনার দরের উপরে ভিত্তি করে বন্ডের ইস্যুর দꦑাম ওঠানামা করে।