ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৪১৪ টাকা বেড়েছে। যে উত্থান আগামিদিনেও অব্যাহত থাকবে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, আগামী ১৫ দিন থেকে এক মাসের ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৪৯,৫০০ টাকায় পৌঁছে যেতে পারে।গত শুক্রবার (১৭ ডিসেম্বর) ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৬০৩ টাকা। তার আগের শুক্রবার (১০ ডিসেম্বর) সেই দাম ছিল ৪৮,৮১৯ টাকা। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ যে অবস্থান নিয়েছে, তা বিবেচনা করেই বিশেষজ্ঞদের মত, আপাতত হলুদ ধাতুর উত্থান জারি থাকবে। ভারতীয় বাজারে সোনা কেনা নিয়ে বিশেষজ্ঞদের মতামতআইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেড ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তা জানান, আপাতত এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনা সমর্থন পাচ্ছে ৪৭,৭০০০ টাকায়। সেই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে ৪৮,৫০০ টাকার স্তরে সোনা কেনা যেতে পারে। বিশ্ব বাজারে সোনা ক্রয় নিয়ে বিশেষজ্ঞদের মতামতমোতিলাল ওসওয়ালের কমোডিটি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট অমিত সাজেজার মতে, বিশ্ব বাজারে এক আউন্স সোনা ১,৭৬০ ডলারে জোরদার সমর্থন পাচ্ছে। বাধা পাচ্ছে ১,৮৩৫ ডলারে। স্বল্পকালীন সময় সোনার দাম সেই ১,৭৬০ ডলার থেকে ১,৮৩৫ ডলারের স্তরের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা আছে। বর্তমান পরিস্থিতিতে কোনও গণ্ডি টপকে যাওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। তাই দাম কমলেই সোনার লগ্নিকারীদের হলুদ ধাতু কেনার পরামর্শ দিয়েছেন তিনি। আরও স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, এক আউন্স সোনার দাম ১,৭৭৭০-৭৫ ডলারের স্তরে থাকলে হলুদ ধাতু কেনা ভালো। (বিশেষ দ্রষ্টব্য: বিশেষজ্ঞদের মত ব্যক্তিগত। সেই মত হিন্দু্স্তান টাইমস বাংলার নয়)