সোমবার ভারতীয় বাজারে বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ৬২ টাকা বা ০.১৩ শতাংশ 🌸বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৪৬৩ টাকা। তবে কমেছে রুপোর দর। এক কিলোগ্রাম এক কিলোগ্রাম রুপোর দাম ০.৮৪ শতাংশ বা ৪৭৩ টাকা কমে ঠেকেছে ৫৬,৭৬০ টাকায়।
সম্প্রতি ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৯,২৯৫ টাকায় নেমে গিয়েছিল। যা ছয় মাসের সর্বোচ্চ স্তরে ছিল। তারপর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে হলুদ ধাতু। এমনিতে ভারতে সোনার উপর ১৫ শতাংশ আমদানি๊ শুল্ক চাপানো হয়। সঙ্গে চাপানো হয় তিন শতাংশ জিএসটি। তার ভিত্তিতে ভারতের খুচরো বাজারে সোনার দাম নির্ধারিত হয়ে থাকে।
(ভার𓆏ত এবং কলকাতার সোনা ও রুপোর দাম কত পড়ছে, রোজের🌸 আপডেটের জন্য চোখ রাখুন এখানে)
সোমবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫০,১৫০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোন🎉া (১০ গ্রাম) – ৪৭,৬০০ টাকা।
• ২২ ক্যারাট,ꦇ হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৮,৩০০෴ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৬,১০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৬,২০০ টাকা।
আরও পড়ুন: শ্রীভূমির ৫💫০ বছরে আরও বেশি গহনা পরলেন দেবী, পুরো সাজটা🔜ই সোনার, ঝলমল করছে
মঙ্গলবার কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম কত থাকবে (জিএসটি ছাড়া)?
সোমবার কলকাতার শেয়ার বাজার বন্ধের সময় যে দাম ছিল, সেই দামেই মঙ্গলবার খুচরো বাজারে সোনা এবং রুপো বিকোবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম বেড়েছে। ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। তার ফলে আগামিকাল কলকাতার খুচরো বাজারে দর পড়বে ৫০,৩০০ টাকা। ১০ গ্রাম গয়না সোনা এবং হলমার্ক সোনার গয়নার দাম ১০০ টাকা বেড়েছে। তবে কমে গিয়েছে 😼রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম নেমে গিয়েছে ৫৫,০০০ টাকার নীচে।
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫০,৩০০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৭,৬০০ টাকা (মঙ্🦋গলবার ছিল ৪৭,৭০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১👍০ গ্রাম)- ৪৮,৪০০ ট♉াকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৫,৭০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৫,৮০০ টাকা।