মঙ্গলবার ভারতীয় বাজারে দাম বাড়ল সোনা ও রুপোর। গত মাসে সোনার দাম নিম্নমুখী ছিল। তবে চলতি মাসে সোনার দাম ১০ গ্রাম প্রতি দরে ৪৮ হাজারের গণ্ডিতে পৌঁছায়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.২ শতাংশ দাম বেড়ে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়ায় ৪৭ হাজার ৮৮১ টাকা। এদিকে রুপোর দামও বেড়েছে ০.৩৬ শতাংশ। এর ফলে রুপোর প্রতি কেজি দর গিয়ে দাঁড়ায় ৬৯ হাজার ৬২৫ টাকায়। এর আগের সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে দাঁড়িয়েছিল ৪৭,৭০২ টাকায়। অন্যদিকে, এক কেজি রুপোর দাম ০.৪ শতাংশ কমে হয়েছিল ৬৯,১০৪ টাকা।এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল পর্যায়ে ছিল। স্পট গোল্ডের দাম এদিন ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম গিয়ে দাঁড়ায় ১,৮০৭.২২ ডলার। তবে বিনিয়োগকারীরা সোনা কেনার বিষয়ে কিছুটা সতর্ক। এর আগে স্পট গোল্টের দাম পড়ে গিয়েছিল আউন্স প্রতি ১,৭০৯.৪৯ ডলারে। মার্কিন অর্থনৈতিক নীতি বুঝে তাঁরা এগোতে চাইছেন। কারণ মার্কিন ডলার দুর্বল রয়েছে। এর জন্যে সোনার দাম কমতে পারে ফের। বিশেষজ্ঞদের মতে, আপাতত চলতি সপ্তাহ মার্কিন মুদ্রাস্ফীতি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়ালের মন্তব্যের দিকে তাকিয়ে আছেন সোনার লগ্নিকারীরা।এদিকে সম্প্রতি ভারতীয় বাজারে সোনা কিছুটা সস্তা হলেও চলতি মাসে এখনও পর্যন্ত ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ১,২০০ টাকার মতো বে়ড়েছে। এমনিতে রেকর্ড দরের থেকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮,৫০০ টাকা কম আছে। গত বছর অগস্টে সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল।