বাংলায় মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। তবে গুমোট গরমটা থেকেই গিয়েছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে একেবারে অসহ্য গরম। আর তাপপ্রবাহের হাত থেকে পড়ুয়াদের সুরক্ষা দিতে স্কুলগুলির জন্য বিশেষ গাইডলাইন দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।১. সকাল ৭টার মধ্যে স্কুল শুরু করে দুপুরের আগে শেষ করতে হবে।২. কড়া রোদে পড়ুয়াদের খেলতে দেবেন না।৩.স্কুলের অ্যাসেম্বলি ঢাকা জায়গায় করতে হবে।যানবাহন১. স্কুলের ভ্যানে বেশি ভিড়ভাট্টা করলে হবে না।২. পানীয় জল রাখতে হবে স্কুল ভ্যানে।৩. যারা সাইকেলে স্কুল যাচ্ছে তাদের মাথা ঢেকে রাখতে হবে।৪. অভিভাবকরাই যেন সন্তানদের স্কুল থেকে নিয়ে আসেন।জল১. পড়ুয়ারা যেন জলের বোতল, ছাতা নিয়ে আসে।২.স্কুলে মাটির কলসির জলও রাখা যেতে পারে।৩.প্রতি পিরিয়ডের পরে যেন জল খায় পড়ুয়ারা।৪.স্কুল থেকে ফেরার পথেও যেন তাদের কাছে জল থাকে।খাবার১.গরম ও টাটকা খাবার যেন তাদের দেওয়া হয়।২.নষ্ট হয়ে যায় এমন টিফিন যেন তারা নিয়ে না আসে।৩.স্কুলের ক্যান্টিনে যেন টাটকা খাবার দেওয়া হয়।৪.হালকা খাবার যেন পড়ুয়ারা খায়।আরামদায়ক ক্লাস১. ক্লাসে সব ফ্যানগুলো যেন যথাযথ চলে।২. পাওয়ার ব্যাক আপ যেন স্কুলে থাকে।৩. সরাসরি রোদ যেন ক্লাসের মধ্যে না আসে।ইউনিফর্ম১.সুতির পোশাক পরাটা বাঞ্চনীয়২.টাই পরার নিয়মে শিথিল করতে পারে স্কুল।৩.চামডার জুতোর তুলনায় ক্যানভাসের জুতো পরা যেতে পারে।৪. ফুলহাতা জামা পরাটাই ভালো।