বিগত কয়েক মাসে 'থ্রেট কালচার' শব্দটির সঙ্গে বিশেষ ভাবে পরিচিত হয়ে উঠেছেন বাংলার মানুষ। বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে নাকি শাসকপন্থী চিকিৎসকরা এই থ্রেট কালচার চালান। এবার সেই 'থ্রেট কালচার' কি দেখা গেল গুজরাটের মেডিক্যাল কলেজে? রিপোর্ট অনুযায়ী, গুজরাটের এক মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের জেরে নাকি মৃত্যু হয়েছে এক ডাক্তারি পড়ুয়ার। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সেই ডাক্তারি পড়ুয়াকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেই অবস্থাতেই হঠাৎই লুটিয়ে পড়েন সেই পড়ুয়া। পরে দেখা যায়, তিনি মারা গিয়েছেন। গুজরাটের পাটন জেলার ধরপুরের জিএমইআরএস মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম অনিল নটবরভাই মেথানিয়া। বয়স ১৮ বছর। তিনি সুরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন। (আরও পড়ুন: যুবকের মৃ𒐪ত্যুতে রহস্য! ৫ পুলিশকর্মী আক্রান্ত জনতার হাতে,ꦬ পালটা লাঠিচার্জ, আটক ৮)
আরও পড়ুন: বহু প্রতিক্ষা🐬র পর শেষ পর্যন্ত বাড়ল মহার্ঘ ভাতা, কবে থেকে কার্যকর হবে নয়া ডিএ-র
এই আবহে যুবকের মৃত্যুর জন্যে দায়ীদের উপযুক্ত সাজার দাবিতে সরব হয়েছে পরিবার। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মেডিক্যাল কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, শনিবার রাতে জিএমইআরএস মেডিক্যাল কলেজে তৃতীয় বর্ষের ছাত্ররা ডেকে পাঠিয়েছিল প্রথম বর্ষের পড়ুয়াদের। সেখানেই তাঁদের টানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়, তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখার পর নবাগত পড়ুয়াদের পরিচয় পর্ব চলছিল। সেই সময়ই মাথা ঘুরে পড়ে যান অনিল। (আরও পড়ুন: SSKM-এর জুনিয়র চ𒁃িকিৎসক কীভাবে অসুস্থ? সামনে এল চাꦺঞ্চল্যকর তথ্য)
আরও পড়ুন: TMCP সভাপতি তৃণাঙ্কুরকে🌳 তীব্র আক্রমণ কল্যাণের, 'মজা' পাচ্ছেন সুকান্ত
আরও পড়ুন: ভিতরে আওয়াজ শুনে ঢুকেছিলেন... এন🐭্টালিতে পরিত্যক্ত বিল্ডিং ༺ভেঙে মৃত ২ ভাই
এরপর সেখানে উপস্থিত পড়ুয়ারাই অনিলকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসকরা অনিলকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে কলেজের তরফে। এদিকে ব়্যাগিংয়ের ঘটনা প্রমাণিত হতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের ডিন হার্দিক শাহ।ꩲ এদিকে ঘটনা প্রসঙ্গে পাটনের এসপি রবীন্দ্র প্যাটেল জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। মেডিক্যাল কলেজের অ্যান্টি ব়্যাগিং কমিটির রিপোর্ট হাতে পেলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনিলের এক সহপাঠী জানান, শনিবার রাত ১০টা নাগাদ প্রথম বর্ষের প্রায় ১০ জন পড়ুয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডেকে পাঠিয়েছিল সিনিয়ররা। সেখানেই পরিচয় পর্বের নামে এক একজনকে তিন ঘণ্টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়েছিল।