আরও একটি শিবলিঙ্গ আছে জ্ঞানবাপী মসজিদে। এমনই দাবি করলেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত কুলপতি তি෴ওয়ারি। একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেছেন যে ১৫৪ বছর আগে ভগবান নন্দীর সামনে মানুষ বসেছিলেন।
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, জ্ঞানবাপী মসজিদে আরও একটি শিবলিঙ্গ আছে বলে দাবি করে একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত। তাঁর দাবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে ১৫৪ বছর আগে ভগবান নন্দীর সামনে বসে আছেন মানুষ। সেখানেই একটি দরজা 🐽ছিল। যেখানে শিবলিঙ্গ আছে।
আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ: সমীক্ষার নির্দেশে হস্তক্ষেপ করবেꦑ না SC, মামলা বারানসী কোর্টে
মহন্তের দাবি, শিবলিঙ্গের পুজোর অনুমত🦩ি দেওয়া উচিত। শিবলিঙ্গের পুজো করার অধিকার আছে মহন্তদের। ১৯৯২ সাল থেকে শিবলিঙ্গের পুজো করতে দেওয়া হয়। শুধু তাই নয়, মহন্তের দাবি, তিনি নিশ্চ♑িত করে বলতে পারেন যে জ্ঞানবাপী মসজিদে আরও একটি শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গ পুজো করার জন্য আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
জ্ঞানবাপী মামলার নির্দেশ
শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার নির্দেশ সংক্রান্ত ব্যাপারে কোনও হস্তক্ষেপ করা হবে না। যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি ক𒊎রা হয়েছে। বি⛦চারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, ‘এটা ভুলবেন না যে দেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের জয়েন্ট মিশন রয়েছে। আমাদের ভারসাম্য ও শান্তি রক্ষা করা দরকার।’ মামলাটি বারাণসী জেলা আদালতে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।