গত মাসেই হেজবোল্লার প্রধান হাসান নাসারাল্লা নিহত হয়েছে ইজরায়েলি হানায়। এরꩵপর হেজবোল্লার প্রধান পদে কে বসবে, তা নিয়ে জল্পনা ছিল। নাম উঠে আসছিল হাশেম সফিউদ্দিনের। সদ্য ইজরায়েল দ꧋াবি করেছে, হাশেম সফিউদ্দিনও নিহত। তাকে, নাসারাল্লার পর হেজবোল্লার প্রধান হিসাবে যাবে ভাবা হচ্ছিল।
ইজরায়েলের দাবি, সফিউদ্দিনকে তিন সপ্তাহ আগে বেইরুটের দক্ষিণে এক জায়গায় হত্যা করা হয়েছে। এই মাসের শুরুতেই ইজরায়েল দাবি করেছিল, সফিউদ্দিন মারা গিয়েছে। সদ্য ইজরায়েল সেই তথ্যে শিলমোহর দিয়েছে। এদিকে, ইজরায়েলের তরফে এই বার্তা আসার পর তাতে শিলমোহর দিয়েছে হেজবোল্লাও। তবে কোথায় বা কীভাবে তা জানানো হয়নি হেজবোল্লার তরফে। ইরান সমর্থিত লেবানিজ সংগঠন হেজবোল্লার সঙ্গে ইজরায়ে🃏লের সংঘাত বহুদিনের। তারই মাঝে গত মাসের শেষের দিকে এসেছিল হেজবোল্লা প্রধান হাসান নাসারাল্লার মৃত্যুর খবর। তারপর এল নাসারাল্লার পর হেজবোল্লার তখতে সম্ভাব্য চিফ হাশেম সফিউদ্দিনের মৃত্যুর খবর। জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে বেইরুটের দক্ষিণে ইজরায়েল যে এয়ারস্ট্রাইক চালিয়েছে, তাতেই নিকেশ হয়েছে সফিউদ্দিন।
হিজবোল্লা তার বিবৃতিতে জানিয়েছে, ‘আগ্রাসী জিওনিস্ট অভিযান’ এ মৃত্যু হয়েছে সফিউদ্দিনের। উল্লেখ্য, সফিউদ্দিন মূলত একজন ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত বলে জানা যায়। তার পরিবারের ছিল মৌলবীর পরিবার। যার সঙ্গে যোগ ছিল নাসারাল্লার। গত ২৭ সেপ্টেম্বর নাসারাল্লার মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন এই সফিউদ্দিনকেই সম্ভবত হেজবোল্লার প্রধানের তখতে বসাতে চলেছেꦛ সংগঠন। তবে সেই ঘোষণা হওয়ার আগেই হেজবোল্লার সম্ভাব্য চিফকেও নিকেশ ইজরায়েলের।
এর আগে, সদ্য, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিক করেছে ইজরায়েল। সদ্য ইজরায়েলি হানায় হামাস প্রধানের মৃত্যু হয়। এক ভিডিয়োতে দেখা যায়, তৎকালীন হামাস প্রধান সিনওয়ার তার শেষবেলাতেও যখন ইজরায়ে🐟লের সেনার সামনে পড়ে যায়, তখন তাদের দিকে কিছু একটা ছুঁড়ে লড়াই চালানোর চেষ্টা করে। তবে শেষমেশ সিনওয়ারকে নিকেশ করে ইজরায়েল। এরপর ইজরায়েলের সেনার তরফে একটি এক্স পোস্টে জানানো হয়েছিল যে গাজায় আইডিএফের অপারেশনে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তখন বলা হয়েছিল যে আইডিএফ ও আইএসএ খতি꧂য়ে দেখছে যে, এই ৩ জঙ্গির মধ্যে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার আছে কি না। পরে সেই খবরকে নিশ্চিত করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, হামাস প্রধান সিনওয়ারের মৃত্যু হয়েছে ইজরায়েলি স্ট্রাইকে।