গরম তো পড়েই গেল। কিন্তু কতটা গরম পড়বে এবার সেটাই তো মূল প্রশ্ন। তবে ইন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, দেশের বেশির ভাগ অংশে বিশেষত দেশের উত্তরপশ্চিম অংশে এবার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য়ভারত, পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে এই সময়কালের মধ্য়ে স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ চলবে।আইএমডির ডিরেক্টের জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানায় বেশ টানা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২৩ সালের গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। তবে দক্ষিণ উপকূলীয় ভারত ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা থাকতে পারে।এর সঙ্গেই আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টি হবে এবার। স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম, মধ্য় ও উপকূলীয় এলাকায়। তবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে এবার।তবে আবহাওয়া দফতর যে তাপমাত্রা ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তা যথেষ্ট আশঙ্কার। এমনকী বাংলাতেও এবার গরম যথেষ্ট পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে শুধু বাংলা নয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানায় বেশ টানা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির জেরে এলাকায় যে স্বস্তি ফিরবে এমন সম্ভাবনার কথাও উল্লেখ করা নেই।এদিকে গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখ ভার। ঝড়বৃষ্টিও মাঝেমধ্য়ে হচ্ছে। সবসময় একেবারে ভ্যাপসা গরম। এবার গরম কতটা পড়বে তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহল বাড়ছে। তবে এনিয়ে একেবারেই আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup