চলতি মাস সেপ্টেম্বর শেষ হলেই অক্টোবর মাসের শুরুতে দুর্গাপুজো। এই দুর্গাপুজোর প্রাক্কালে বাংলাদেশ থেকে এপার বাংলায় পদ্মার ইলিশ মাছ আসত♔। এই রীতি রেওয়াজ বরাবর হয়ে এসেছে। ভারত–বাংলাদেশের সুসম্পর্ক বরাবরই বজায় ছিল। কিন্তু ওপার বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার পর সেই রীতি রেওয়াজের সম্পর্কে আঁচড় পড়ল। কারণ বড় খবর এল পদ্মাপারের দেশ থেকে। প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে কলকাতায় আসে বাংলাদেশের ইলিশ। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জান🎐িয়ে দিয়েছেন, এবার দুর্গাপুজোয় ভারতে ইলিশ রফতানি করা হবে না।
এই খবর প্রকাশ্যে আসার পরই মন খারাপ হয়ে গিয়েছে এপারের বাঙালিদের। ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ উপহার পাঠানো রীতি রেওয়াজ ছিল। কিন্তু এবার ভারতে পদ্মার ইলিশ মাছ যাবে না বলে জানান মৎ𝓡স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর পর পদ্মা নদীর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না, আর সেটা রফতানি হবে এটা হতে পারে না। তাই এবার দুর্গাপুজোয় ভারতে যাতে ইলিশ মাছ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। অবৈধ পথেও যাতে ইলিশ মাছ যেতে না পারে তাই ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি।’
আরও পড়ুন: ইডির দফতরে হাজির হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, নিয়োগ দুর্নীতি মামলায় তলব
এপার বাংলার মানুষ 🎶দুর্গাপুজোয় পাতে পদ্মার ইলিশ মাছ খাবে এমন𓃲 একটা সৌখিনতা বরাবরই আছে। তাই দুর্গাপুজোর সময় গৃহস্থরা বাজারে গিয়ে পদ্মার ইলিশ মাছের খোঁজ করেন। এবার আর খোঁজ করেও কোনও লাভ হবে না। কারণ বাংলাদেশ এবার আর ইলিশ মাছ ভারতে পাঠাবে না। আর কোনও ভাবে যদি চোরা পথে ইলিশ মাছ ওপার থেকে এপারে আসে তাহলে তার দাম আকাশছোঁয়া হবে। সুতরাং কোনওভাবেই পদ্মার ইলিশ মাছ খেতে পারবেন না বাঙালিরা। ঢাকায় সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ দফতরে সাংবাদিকদের পদ্মার ইলিশ মাছ না পাঠানোর কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তবে বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ না পাওয়া গেলেও গঙ্গার ইলিশ মাছ মিলবে। আর তাতেই সন্তুষ্ট থাকতে হবে আমবাঙালিকে। বাংলাদেশের মৎস্যজীবীদের সঙ্গে এপার বাংলার একাধিক মৎস্যཧজীবী ইলিশ মাছের জন্য যোগাযোগ করেছিলেন। কিন্তু কেউ কথা দিতে পারেননি পদ্মা নদীর ইলিশ মাছ পাঠাতে পারবেন। সুতরাং এবার রীতি রেওয়াজের সম্পর্কে টান পড়তে চলেছে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। মাছ🌊ে ভাতে বাঙালিকে দুর্গাপুজোয় মিস করতে হবে পদ্মা নদীর ইলিশ মাছ।