হিমাচল প্রদেশের স্বপ্নসুন্দর এলাকা কেলংয়ে অনেকেই বেড়াতে গিয়েছেন। এবার সেই কℱেলংয়ের গ্রামের পঞ্চায়েতের তরফেই নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাকায় কোনও উৎসব অনুষ্ঠানে বা বিয়ে উপলক্ষ্যে বিয়ার পান করা য🍌াবে না।
হিমাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত লাহুল স্পিতি জেলার এই গ্রামে এমন নির্দেশ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েতের প্রধান সোনাম জাংপো জানিয়েছেন, রবিবার সকলে মিলে সমবেত সিদ্ধান্ত নিয়েছেন যে, গ্রামে উৎসব ও বিবাহের অনুষ্ঠানে বিয়ার পান করা হবে না। যাতে অযথা খরচ না হয় বিয়ের অনুষ্ঠানে, তাই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সোনাম জাংপো বলছেন, যাতে এলাকার সংস্কৃতি ধরে রাখা যায়, ও বাইরের সংস্কৃতি এলাকায় ঢুকে না পড়ে, সেই নিরিখে এই পদক্ষেপ বলে জানা যায়। এলাকার জেলা পরিষদ সদস্য কুঙ্গা বোধ বলছেন, এলাকার যুব সমা🍎জ যাতে নিজেদের সংস্কৃতির বিষয়ে সতর্ক হয়, তার দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
( শুধু শরীর ঠান্ডাই নয়, মৌরি-মিছরির জলে রয়েছে নানান গুণ! গ🥂রমে মিলবে বহু উপকার)
( বোঝো ঠ্যালা! ৮০ হাজার টাকার জুতো ভুল সাইজে কিনলেন ব্যক্তি, ফেরত নিচ্ছে নাꦚ দোকান)
( 'আমাদের ๊জমি কেউ নিতে পারবে না', অরুণাচল থেকে নাম না ক💮রে চিনকে হুঁশিয়ারি শাহের!)
যে বৈঠকে বিয়ার নিষিদ্ধ করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেই বৈঠকে এটাও স্থির হয়েছে যে, এলাকার সৌন্দর্যায়নে কী কী পদক্ষেপ করতে হবে। এদিকে, রোহতাং পাসের কাছে অটল টানেল নির্মাণের ফলে কেলংয়ে পর্যটকদের ভিড় বেড়েছে। সেই নিরিখে কেলংয়ের মতো জায়গায় আরও বেশি পর্যটকদের টানতে উদ্যোগ নিতে চাইছে এলাকাবাসী। একইসঙ্গে তারা এলাকার সংস্কৃতি ধরেꦚ রাখতে তৎপর। সেই জায়গা থেকে൩ এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবা🏅র HT App বাংলায়। HT A🥃pp ডাউনলোড করার লিঙ্ক