ব্রিটেনের অন্য়তম ধনকুবের পরিবার বলেই পরিচিত। তবে সেই পরিবারের চার সদস্য়ের তরফে বলা হয়েছে তাদের কারাদণ্ডের কোনও ব্যাপারই নেই। এমনকী ꧙তাদের আটকে রꦯাখা, তাদের দোষী সাব্যস্ত করার কোনও ব্যাপারই নেই।
সুইজারল্যান্ডের বিলাসবহুল জেনেভা ভিলায় ⛄স্বল্প বেতনের চাকরদের ' শোষণের' অভিযোগ উঠেছিল ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের হিন্দুজা পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। সেই পরিবারের সদস্যরা হলেন প্রকাশ হিন্দুজা (৭৮) এবং কমল হিন্দুজা (৭৫)। অপর দুজন হলেন, পরিবারের বংশধর অজয় হিন্দুজা, তার স্ত্রী নম্রতা ।
একটি বিবৃতিতে তাঁদের মুখপাত্র জানিয়ে দিয়েছ💯েন যে তাদের পারিবারিক সদস্যদের কারাদণ্ড দেওয়ꦍা হয়নি। তাদের বিরুদ্ধে মানব পাচারের যে ধারা আরোপ করা হয়েছিল তা খারিজ করা হয়েছে।
হিন্দুজা পরিবারের চারজন🌸 সদস্য কমল, প্রকাশ, নম্রতা ও অজয় হিন্দুজাকে জেল বন্দি, দোষী সাব্যস্ত, আটক রাখার মতো কোনও ব্যাপার হয়নি।&nbs🌼p;
সেই সঙ্গে ওই মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে মানব পাচারের মতো যে সিরিয়াস চার্জ আনা হয়েছিল সেটাও আদালতে পুরোপুরি খারিজ করা হয়েছে।..সকলেই জানিয়ে দিয়েছেন যে হিন্দুজা পরিবার তাঁদের অত্যন্ত শ্রদ্ধা , 🃏সম্মান ও পরিবারের মতো করে ব্যবহার করেছেন। সুইস বিচারবিভাগীয় প্রক্রিয়ার উপর চার সদস্যের পুরো আস্থা রয়েছে। তওাঁদের দৃঢ় বিশ্বাস যে সত্য়িটা সামনে আসবেই।
এবার জেনে নিন হিন্দুজা কারা?
পরমানন্দ দী🐈পচাঁদ হিন্দুজা ১৯১৪ সালে ব্রিটিশ ভারতের সিন্ধু অঞ্চলে একটি পণ্য-ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, যা তাঁর চার পুত্র দ্রুত প্রসারলাভ করেছিলেন। তারা প্রাথমিকভাবে আন্তর্জাতিকভাবে বলিউড চলচ্চিত্র ব্যবসায় অংশ নিয়ে সাফল্য পেয়েছিলেন। বড় ছেলে শ্রীচাঁদ ২০২৩ সালে মারা যান।শ্রীচাঁদের মৃত্যুর পর তাঁর ভাই গোপীচাঁদ, প্রকাশ ও অশোক থেকে যান। ছোট তিন ভাই এর আগে শ্রীচাঁদ ও তার মেয়ে ভিনুর সঙ্গে পরিবারের সম্পদ নিয়ে ঝগড়া হলেও ২০২২ সালে তাঁরা মত𝔍পার্থক্য মিটিয়ে নেন।
হিন্দুজা পরিবারের অর্থ, মিডিয়া এবং শক্তি খাতে বিনিয়োগ রয়েছে এবং ছয়টি ভারতীয় সংস্থায় অংশীদারিত্ব রয🎉়েছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ কমপক্ষে ১৪ বিলিয়ন ডলার, যা তাদেরকে এশিয়ার শীর্ষ ২০টি ধনী পরিবারের মধ্যে স্থান দিয়েছে।
প্রকাশ হিন্দুজা এবং তার ভাইয়েরা একটি শিল্প গোষ্ঠীর তত্ত্বাবধান করেন যা তথ্য প🌳্রযুক্তি, মিডিয়া, বিদ্যুৎ, রিয়েল এস্টেট এবং স্বাস্থ্যসেবা খাতকে বিস্তৃত করে। ফোর্বসের হিসাব অনুযায়ী, হিন্দুজা পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার।