‘হিপোক্রেটিক ওথ’-র পরিবর্তে ‘চরক শপথ’ নেওয়া হোক। স্নাতক পাশের সময় চিকিৎসকদের শপথের ক্ষেত্রে এমনই পরিবর্তনের প্রস্তাব দিল ভারতের চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। এক সদস্য জানিয়েছেন, আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্রেফ আলোচনার পর্যায়ে আছে বিষয়টি। গত ৭ ফেব্রুয়ারি দেশের সব মেডিকেল কলেজের সঙ্গে এনএমসির আলোচনার বিষয়বস্তুতে বলা হয়েছে, ‘হিপোক্রেটিক ওথ নয়। (অভিভাবকদের সঙ্গে) হোয়াইট কোট সেরিমনির সময় এনএমসি ওয়েবসাইটে দেওয়া মহর্ষি চরক শপথ নেওয়া হবে।’ কেন সেই পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, সেই কারণও ব্যাখ্যা করা হয়েছে। বৈঠকের একটি নথিতের বলা হয়েছে, ‘চরক আমাদের মাতৃভূমির ছিলেন। ’সেই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে নাম গোপন রাখার শর্তে ভারতের চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেন, ‘আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরকমভাবে হয় না পুরো বিষয়টি। একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। যা কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেনে চলতে হবে। হোয়াইট কোট সেরিমনির সময় স্থানীয় ভাষা বা দেশীয় ভাষায় শপথ নিতে হবে।’ যদিও বিষয়টি নিয়ে এনএমসির সম্পাদকের কোনও উত্তর মেলেনি। উল্লেখ্য, ‘হিপোক্রেটিক ওথ’ গ্রিক চিকিৎসক হিপোক্রেটিকস লিখেছিলেন বলে মনে করা হয়। যাঁরা সদ্য মেডিকেল নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছেন, তাঁরা সেই শপথ নেন। আবার 'চরক শপথ'-এর উল্লেখ আছে চরক সংহিতায়। যা প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার অন্যতম লিপি বলে বিবেচনা করা হয়।