এর আগে গড় তাপমাত্রার নিরিখে ২০২৩ সালের ৩ জুলাই বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিনের তকমা পেয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই রেকর্ডের অধিকারী হল ৪ জুলাই। গত পরশু গোটা বিশ্বের গড় তাপমাত্রা সর্বকালীন রেকর্ড ভেঙেছে। রিপোর্ট অনুয়ায়ী, এর আগে সোমবার, ৩ জুলাই ছিল সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন। সেদিন গোটা বিশ্বের গড় তাপমাত্রা ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে সেই রেকর্ড ভেঙে যায় ৪ জুলাই। রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড এটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মঙ্গলবার গোটা বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.১৮ ডিগ্রি সেলসিয়াস। এমনকী বলা হচ্ছে, বুধবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। (আরও পড়ুন: আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি, বৃষ্টি থেকে বাঁচতে আজও বেরোতে হবে ছাতা𝔉 নি✨য়ে?)
এদিন ২০১৬ সালের 👍অগস্ট মাসে পৃথিবীর গড় তাপমাত্রা পৌঁছেছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে রেকর্ড গড়েছিল। তবে প্রায় ৭ বছর পর সেই রেকর্ড ভাঙে গত সোমবার। তবে সোমবারের রেকর্ডের স্থায়িত্ব ছিল মাত্র ২৪ ঘণ্টা। কারণ মঙ্গলবার বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যায় ০.১৭ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ডের স্থায়িত্বও অবশ্য ২৪ ঘণ্টাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে ১৮৮৪ সাল থেকে বিশ্বের উষ্ণতম জুন কেটেছে ২০২৩ সালেই।
এদিকে ভারতের মৌসম ভবনের পরিসংখ্যন অনুযায়ী, গত ১২২ বছরে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে শুষ্কতম এবং উষ্ণতম জুন কেটেছে ২০২৩ সালে। এবার জুনে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে মাত্র ৮৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯০১ সালের পর থেকে সর্বনিম্ন। ১৯৭৬ সালের জুনে বৃষ্টি হয়েছিল ৯০.৭ মিমি। যা দ্বিতীয় সর্বনিম্ন। উল♔্লেখ্য, ওই এলাকায় জুনের দীর্ঘকালীন গড় বৃষ্টির পরিমাণ ১৬১ মিমি। অন্যদিকে, এবার জুনে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। তার ফলে ১৯০১ সালের পর থেকে উষ্ণতম জুনের নজির তৈরি হয়েছে। এর আগে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলের উষ্ণতম জুনের রেকর্ড তৈরি হয়েছিল ২০১৪ সালে। এবছর ভারতে অনেক দেরি করে প্রবেশ করেছে বর্ষা। এরপরও ২৫ জুন পর্যন্ত দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে দুর্বল ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
এদিকে গোটা দেশ এবার ১৯০১ সাল থেকে সপ্তম উষ্ণতম জুনের সাক্ষী থেকেছে। জুনে গোটা ভারতের গড় তাপমাত্রা ছিল ২৯.৯৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৭৫ ডিগ্রি বেশি। এবছর জুনে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি ছিল, তা♛ স্বাভাবিকের থেকে ০.৮৭ ডিগ্রি বেশি। এদিকে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৬২♑ ডিগ্রি বেশি। ৫ জুন থেকে ২৪ জুনের মধ্যে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল এবারে।