পদ্মা সেতুর টোলের হিসাব করতে না পারায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর জলদী গ্রামের। অভিযুক্ত আলমগির তালুকদারের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী তাওহিদুন্নেসা। তাঁর দাবি, নির্যাতন চলছিল বহুদিন ধরে।পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বাংলাদেশজুড়ে চলছে চরম উন্মাদনা। বিশেষ করে পদ্মার পশ্চিমপাড়ের জেলাগুলির মানুষ এতে বিশেষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তবে সেতুকে কেন্দ্র করে মানুষের অত্যুৎসাহে ঘটছে নানা অঘটনও। যার একটি নজির চট্টগ্রামের এই ঘটনা।নির্যাতিতা বধূর দাবি, ৪ বছর আগে আলমগিরের সঙ্গে বিয়ে হয় তার। এর পর ৫ লক্ষ টাকা পণ দাবি করে সে। সেই পণ বাপের বাড়ি থেকে এনে না দেওয়ায় ২৮ জুন স্ত্রীকে ব্যাপক মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন তিনি। মারধরের জেরে আহত তাওহিদুন্নেসাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ৩ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর পর বিবাহবিচ্ছেদের মামলা করেন।ওদিকে অভিযুক্ত আলমগিরের দাবি, বিয়ের আগে স্ত্রী দাবি করেছিলেন স্ত্রী উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষা পাশ করেছেন। তাঁকে পদ্মা সেতুতে এক দিনে আদায় হওয়া টোলের ভিত্তিতে ১ মাসে সম্ভাব্য কত টোল আদায় হতে পারে তা হিসাব করতে বলেছিলাম। কিন্তু সে যোগ – বিয়োগ -গুণ – ভাগ কিছুই করতে না পাকায় তাকে লাঠি দিয়ে দু - তিন ঘা দিয়েছি। এখন মামলা সাজানোর জন্য আমার বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ আনছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এব্যাপারে থানায় কোনও অভিযোগ জমা পড়েনি।