বিয়েবাড়ি হোক বা অন্য কোনো অনুষ্ঠান, ভারতের বেশিরভাগ পরিবারেই অল্প হলেও সোনার গয়না কেনা হয়। আসলে এটি শুধু বিলাসদ্রব্যই নয়, অনেকেই এখনও সোনাকে ভাল বিনিয়োগ হিসাবে মনে করেন। বর্তমানের সৌন্দর্য্য বৃদ্ধি তো হলই, ভবিষ্যতেও জরুরি পরিস্থিতিতে এই সোনা কাজে আসতে পারে। তবে, বাড়িতে কতটা সোনা বা গহনা রাখা যাবে তার একটা উর্ধ্বসীমা আছে। আরও পড়ুন: Gold Smuggling: সোনা পাচারই ‘পারিবারিক পেশা’, বনগাঁ থেকে গ্রেফতার দম্পতি–সহ পাঁচজন
দীর্ঘদিন ধরেই, ভারত বিশ্বে হলুদ ধাতুর অন্যতম বড় আমদানিকারক। ২০২২ সালে, ভারত ৩🦹১.২৫ টন সোনা কিনেছিল। বিশ্বে চতুর্থ স্থানে ছিল ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে এই পরিসংখ্যানের উল্লেখ করা হয়ে💯ছে।
বাড়িতে বেশি সোনার দ্রব্য না রাখাই শ্রেয়। নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাঙ্কের লকারেই সোনা রাখেন আমজনতಌা।
সোনা যেখানেই রাখুন, ঠিক কতটা সোনা রাখা ꧒যেতে পারে, তার কিন্তু আইন রয়েছে। স🔯েটা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন।
বিবাহিত এবং অবিবাহিত মহিলারা কতটা সোনা রাখতে পারবেন?
একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫🤡০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সর্ব🐟োচ্চ পরিমাণ হল ২৫০ গ্রাম।
পরিবারের একজন꧃ পুಞরুষ সদস্যের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা বা গয়না রাখতে পারবেন।
নির্ধারিত সীমার অধীনে থাকে সেই সোনা বাজেয়াপ্ত করা যাবে না
সরকারি নিয়ম অনুযায়ী, সোনার পরꦏিমাণ নির্ধারিত সীমার মধ্যে থাকলে কোনও ক♒র্তৃপক্ষ অভিযান বা তল্লাশির সময়ে অলঙ্কার বা সোনা বাজেয়াপ্ত করতে পারবে না।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস(CBDT)-এর নিয়ম
CBDT-র নিয়ম অনুযায়ী সোনা বা গহনা যদি কৃষি, পারিবারিক সঞ্চয় বা আইনত উত্তরাধিকার সূত্রে আয়ের উত্স দিয়ে কেনা হয়, তবে সেই সোনার উপর কোনও ক♕র দিতে হবে না।
সোনায় কখন কর দিতে হয়?
আপনি যদি সোনা কেনার তিন বছরের কম সময়ের মধ্🍸যে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি আয়কর স্ল্যাবের হারে একটি স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে ধরা হবে। ফলে সেক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের অধীনে করযোগ্য হবে। যদি সোনা কেনার তিন বছরের বেশি সময় পরে তা বিক্রি করা হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধন লাভ, বা লং টার্ম ক্যাপিটাল গেইনের কর 🦋প্রযোজ্য হবে।
মূলধন লাভের উপর ২০% ইনডেক্সেশন বেনিফিট (ইনডেক্সেশন বেনিফিট মূল্যস্ফীতির পরে সোনার ক্রয়ের হারের সামঞ্জস্য করতে ব্যবহৃত হয়) এবং ৪% সেস আরোপ করা হবে। আরও পড়ুন: বিয়ের সিজন কাটলেও বেড়েই চলেছে সোনার দাম, এখন রেট শুনলে আঁতকে উঠবেন