অযোধ্যা রামমন্দিরে রামলালার কপালে ‘তিলক’ কাটল সূর্য। রামনবমীতে রামলালার ললাট থেকে ঠিকরে বেরোল সূর্যকিরণ। আর সেটা সম্ভব হয়েছে বিজ্ঞানের ম্যাজিকেই। সেজন্য রামমন্দিরে হাজির ছিলেন ১০ বিজ্ঞানীদের একটি দল। তাঁদের নিখুঁত পরিকল্পনায় রামনবমীতে অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘সূর্যাভিষেক’ করা হಞয়। সেটার জন্য একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছিল। তাতে ছিল একগুচ্ছ লেনস এবং আয়না। সেগুলি দিয়ে 'সূর্যতিলক পদ্ধতি'-র মাধ্যমে রামলালার কপালে ৫.৮ সেমি আলোর রশ্মি বিচ্ছুরিত হয়ে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রুরকির সেন🍰্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটর বিজ্ঞানী এবং অধিকর্তা প্রদীপকুমার রামচারলা জানিয়েছেন যে অপ্টো-মেকানিক্যাল সিস্টেমে মোট চারটি আয়না এবং চারটি লেন্স ছিল। সেগুলি বসানো ছিল টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের মধ্যে। সেই যন্ত্রটি একটি মন্দিরের সবথেকে উপরের তলে বসানো ছিল। তাতে ছিল একটি ছিদ্রও। সূর্যের যে রশ্মি আসবে, সেটাকে অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে থাকা রামলালার দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটর বিজ্ঞানী এবং অধিকর্তা আরও জানিয়েছেন, পূর্বদিকে মুখ করে রাখা আছে রামলালার বিগ্রহ। বিজ্ঞানীরা যে প্রক্রিয়া তৈরি করেছেন, সেটা সূর্যরশ্মিকে উত্তর দিকে পাঠিয়ে দেয়। আর সেই প্রক্রিয়ার ফলেই রামলালার ললাট থেকে সূর্যের রশ্মি বিচ্ছুরিত হয়। ঠিকরে পড়ে নীল আলো। আর সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর রামনবমীতে রামলালা﷽র 'সূর্যাভিষেক' হবে বলে জানিয়েছ▨েন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটর বিজ্ঞানী এবং অধিকর্তা।
আরও পড়ুন: Ram Navami 2024: আসন্ন রামনবমী উৎসবের জন্য সেজে উঠছ💛ে দেশ, দেখুন ছবিতে
প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া
লোকসভা নির্বাচনের প্রচারের ফাঁকেই অনলাইনে অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘সূর্যাভিষেক’ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় তিনি জুতো খুলে রাখেন। আর বুকে হাত দিয়ে প্রণাম করেন। সেই ছবি পোস্ট করে মোদী লেখেন, 'নলবাড়ির জনসভার পরে রামলালার সূর্যতিলকের সাক্ষী থাকলাম। কোটি-কোটি ভারতীয়ের মতো এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত আবেগের। অযোধ্যায় যে বৃহদাকারে রামনবমী পালন করা হচ্ছে, তা ঐতিহাসিক। আশা করি যে এই সূর্যতিলকের হাত ধরে আমাদের জীবনে শক্তি আসবে এবং নয়া উচ্চতায় পৌঁ꧃ছে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশকে অনুপ্রেরণা জোগাবে।'