আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার।এতদিন সময়সীমা কবে ছিল?আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই সময়সীমা পিছিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।নতুন সময়সীমা কবে?আগামী ৩১ মার্চ ২০২২ নতুন ডেডলাইন। এর মধ্যেই আধার-প্যান কার্ড সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে সকলকে। তবে মার্চ মাসে অনেকে একসঙ্গে লিঙ্ক করানোর চেষ্টা করতে পারেন। এতে সার্ভারে চাপ পরে সমস্যা হতে পারে। তাই সমস্যা হতে পারে। তাই সময় থাকতেই আধার-প্যান কার্ডের লিঙ্ক সেরে ফেলুন। বেশি সময় লাগে না। বাড়িতে ইন্টারনেটসহ স্মার্টফোন বা কম্পিউটার হলেই হবে। সাইবার ক্যাফেতেও করতে পারেন।না করলে কী হবে?প্যান কার্ডের সঙ্গে ব্যাঙ্কিংয়ের সমস্ত কিছু জড়িয়ে। এবার তার সঙ্গে যুক্ত হবে আধার। সময়ের মধ্যে লিঙ্ক না করালে পরে টাকা লেনদেনে সমস্যা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অকেজোও হয়ে যেতে পারে সাময়িকভাবে।কীভাবে আধার-প্যান কার্ড লিঙ্ক করবেন? (How to link Aadhaar-PAN card?)ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন বা কম্পিউটারে লাগবে। আধার ও প্যান কার্ড নিয়ে বসুন।ব্রাউজারে আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান।হোম পেজেই Quick Links বলে একটি সেকশন পাবেন।সেখানে Link Aadhaar বলে অপশনে ক্লিক করুন।নির্দিষ্ট স্থানে আধার নম্বর ও প্যান নম্বর ভরুন। নাম দিন।ক্যাপচা ভরুন। এরপর Link Aadhaar-এ ক্লিক করুন।