বেশিরভাগ কর্মপ্রতিষ্ঠানগুলি এখন কর্মীদের কাছে চলতি অর্থবর্ষে বিনিয়োগের ডিক্লিয়ারেশান চাইছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক কর্মীই চান সর্বোচ্চ বিনিয়োগ দেখিয়ে আয়করে ছাড় পেতে। কিন্তু বেসিক কোন কোন ধারার মাধ্যমে ছাড় মিলবে, তাই নিয়ে অনেকের বিভ্রান্তি থাকে।80C, 80D এর মতো আয়কর বিধিগুলির মাধ্যমে কর বাঁচানো যেতে পারে। জাতীয় পেনশন সিস্টেমের মতো ক্ষেত্রে বিনিয়োগেও বাঁচবে কর।কীভাবে আয়করে আরও ছাড় পাবেন?Section 80CCD (1): এই বিধিটি কেবল ধারা 80C-র অধীনে আসে। সেকশন 80C-র আওতায় আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবেন।Section 80CCD (1b): এই নিয়মের অধীনে আপনি ৫০ হাজার টাকার অতিরিক্ত ছাড় পাবেন।Section 80CCD (2): কোনও নিয়োগকারী সংস্থা কর্মীদের তহবিলে সর্বোচ্চ ১০ শতাংশ বিনিয়োগ করতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটি ১৪ শতাংশ।উদাহরণ : ধরা যাক কোনও ব্যক্তির বেতন মাসে ৫০ হাজার টাকা, সেক্ষেত্রে আপনি Section 80CCD (1)-র আওতায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দাবি করতে পারেন। একইভাবে Section 80CCD (2)-এর অধীনে আপনি নিয়োগকারী সংস্থার থেকে আপনার তহবিলে ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাবেন।