মানুষের জীবন থেকে সরকারের দখল কমানোর পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ত💃িনি বলেন, “নাগরিক জীবলন সরকারের চাপ থাকা উচিত নয়।"
এবারের হিন্দুস্তান টাইমস লিডারশিপ সা𒉰মিটের উদ্বোধনী বক্তৃতা করেন মোদী। দেশ কীভাবে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, তা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দেশের আগামী প্রজন্মের স্বার্থেই সর্বদা কাজ করে চলেছে তাঁর সরকার। এ প্রসঙ্গেই মোদী বলেন, "আমার মতে, যত দ্রুত সম্ভব মানুষের জীবন থেকে সরকারকে সরে যেতে হবে।গরীবের জন্য সরকারের অভাব হওয়া উচিত নয়। আবার নাগরিক জীবনে সরকারের উপস্থিতি বা সরকারের চাপ থাকা উচিত নয়। মানুষের জীবন থেকে সরকার যত দূরে থাকবে তত ভালো।"
কী কারণে তিনি এই সওয়াল করছেন, তাও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি বলে🍰ন, "মানুষের জীবনে সরকারের উপস্থিতি যত কম হবে ও সুশাসন যত হবে, দেশ তত এগিয়ে যাবে।" সেজন্য মানব সম্পদ উন্নয়ন ও সুশাসেনর উপর জোর দিতে হবে বলে জানান📖 মোদী। তাঁর কথায়, "আমরা এমন সময় দায়িত্বে এসেছি, যখন উনবিংশ ও বিশ শতকের ধাঁচে প্রশাসন চলত। সেই মানসিকতা নিয়ে একবিংশ শতকে কীভাবে এগোব আমরা ? এখানে গুরুত্বপূর্ণ হল সরকারি পদ্ধতি তথা আমলাতন্ত্র। উনবিংশ শতকের মানসিকতা নিয়ে একবিংশ শতকের প্রশাসনিক আশা-আকাঙ্খাকে পূরণ করা অত্যন্ত মুশকিলের"