দেশের চার্টার্ড অ্ജযাকাউন্টেন্সি পরীক্ষার ফাইনালে প্রথম স্থানাধিকারী ২২ বছরের অনিল শাহ। এক অসামান্য চ্যালেঞ্জ পার করে দেশের এই অন্যতম কঠিন পরীক্ষায় 𓆏সফল হওয়া মুখের কথা নয়! সেই পরীক্ষায় এই বছর অনিল পেয়েছেন ৮০০ এর মধ্যে ৬৪২ নম্বর। শুক্রবারই ঘোষিত হয়েছে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন্ডিয়ার তরফে এই পরীক্ষার ফলাফল।
কতটা কঠিন ছিল এই পরীক্ষায় সফল হওয়া? তার উত্তরে অনিল শাহ বলছেন, দিনে একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতেন তিনি। তিনি বলছেন, একদিনের চেষ্টায় এই ঘটনা ঘটেনি। তাঁর এই সাফল্যের সফর শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রতিদিনের হিসাবে তিনি নিজের মতো করে কিছু টার্গেট সেট করতেন বলে জানিয়েছেন অনিল শাহ। উল্লেখ্য, গত বছরই মুম্বইয়ের এইচ আর কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন অনিল। লক্ষ্য ছিল সিএ পরীক্ষায় ভাল একটি স্থান অর্জন করা। আর তাই করে দেখালেন তিনি। পড়ুন জ্যোতিষচর্চার খবর- আর্থিক উন্নতির সময় শুরু, কেরিয়ারে আসবে নয়া সুযোগ! কোন রাশির ভඣাগ্যে উন্নতি রয়েছে?