কেরলের নতুন ও উন্নত মানের RT-PCR কিটকে ছাড়পত্র দিল ICMR। এর ফলে ভবিষ্যতে আরও দ্রুত ও নিঁখুতভাবে যাচাই করা যাবে করোনা সংক্রমণ।কারা তৈরি করেছে এই নতুন RT-PCR কিট?নতুন এই কিটটি তৈরি করেছে কেরলের শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি(SCTIMST)।কতটা নির্ভুল টেস্টিং হবে এতে?পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে এটির যাচাই করা হয়। দেখা যায় এটি ৯৭.৩% সেনসিটিভ, ১০০% স্পেসিফিক। অর্থাত্ আগের কিছুক্ষেত্রে যেমন RT-PCR-এ ফলস পজিটিভ আসত, সেই সম্ভাবনা কার্যত নেই। আর করোনা থেকেও নেগেটিভ আসার সম্ভাবনা মাত্র ২.৭% ।সময় লাগবে কমনতুন এই RT-PCR কিটে টেস্টিং করে রেজাল্ট আসতে অনেক কম সময় লাগবে। মোটামুটি ঘণ্টা দেড়েকের মধ্যেই টেস্টিং সেরে ফেলা যাবে।এখনকার চলতি টেস্টিং কিটে সময় লাগে ৫-৬ ঘণ্টা। ফলে কম সময়ে অনেক বেশি টেস্টিং করা যাবে। দ্রুত চিকিত্সাও শুরু করা যাবে।ছাড়পত্র তো মিলল, কারা উত্পাদন করবে?ইতিমধ্যেই বায়োটেক সংস্থা হুয়েল লাইফসায়েন্সেস-এর সঙ্গে লাইসেন্স সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে কেরলের প্রতিষ্ঠানটি। তারাই দ্রুত হারে এই টেস্ট কিটের উত্পাদন করবে।