বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষায় দামে ঊর্ধ্বসীমা উঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন সর্বোচ্চ ৪৫০০ টাকা নেওয়া যেত RT-PCR টেস্টের জন্য। এবার কেন্দ্র বলেছে যে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি বেসরকারি ল্যাবের সঙ্গে আলোচনা করে দাম ঠিক করতে পারে। আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব বলেছেন যে এখন দেশেই কিট প্রস্তুত হচ্ছে। এই জন্য যথেষ্ট জোগান আছে। তাই মার্চ ১৭ তারিখে যে নির্দেশ দেওয়া হয় যে ৪৫০০ টাকার ওপর নেওয়া যাবে না পরীক্ষা করার জন্য, সেটি এখন ধার্য হবে না। তাই বেসরকারি ল্যাবের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে দাম ধার্য করা যেতে পারে। যেই দামে সরকার ও সাধারণ মানুষ বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠাতে পারে। ভার্গব বলেন মার্চে পুরো কিট বাইরে থেকে আনতে হত। সেই কারণে ৪৫০০ টাকার ঊর্ধ্বসীমার কথা জানিয়েছিল আইসিএমআর। বর্তমানে ৪২৮টি সরকারি ও ১৮২টি বেসরকারি ল্যাব আছে যেখানে কোভিডের পরীক্ষা হয়। আইসিএমআর কর্তার মতে অনেকেই এখন ঘরোয়া বাজার থেকে কিট নিচ্ছে, তাই কমছে দাম। দেশীয় সংস্থারা যাতে কিট প্রস্তুত করতে পারে, তার জন্য যথাসাধ্য পদক্ষেপ আইসিএমআর নিয়েছে বলে তিনি জানান।