আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। এবার নয়া সূচি প্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সিআইএসসিই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দশম ও দ্বাদশের প্রখম সেমেস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিএসই, আইএসসির প্রথম সেমেস্টাꦚর নভেম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি অফলাইনেই অনুষ্ঠিত হবে। ক্লাস ১০-এর বোর্ড পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হবে এবং ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে।
দশমের পরীক্ষা সূচি:
ইংরেজি ভাষা - পেপার ১-এর পরীক্ষা হবে ২৯ নভেম্বর। ইংরেজি সাহিত্য - পেপার ২-এর পরীক্ষা হবে ৩০ নꦦভেম্বর। ইতিহাস ও সিভিকসের পরীক্ষা হবে ২ ডিসেম্বর। হিন্দি পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। অঙ্ক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। ভূগোলের পরীক্ষা হবে ৭ ডিসেম্বর। ফিজিক্সের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর। কেমিসস্ট্রি পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর। বায়োলজি পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর।
দশমের সম্পূর্ণ সূচি দেখতে ক্লিক করুন
দ্বাদশের রীক্ষা সূচি:
ইংরেজি সাহিত্য - পেপার ২-এ পরীক্ষা হবে ২২ নভেম্বর। ইংরেজি ভাষা - পেপার ২-এর♛ পরীক্ষা হবে ২৩ নভেম্বর।। ফিজিক্স পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ২৫ নভেম্বর। অঙ্ক পরীক্ষা হবে ২৯ নভেম্বর। বিজনেস স্টাডিজ পরীক্ষা হবে ৩০ নভেম্বর। সোশিয়োলজি পরীক্ষা হবে ১ ডিসেম্বর। বায়োলজি পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। ইকোনমিক্স পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। পলিটিকাল সায়েন্স পরীক্ষা হবে ৯ ডিসেম্বর। কমার্স পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। কেমিস্ট্রি পেপার ১ (থিওরি) পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর। ইতিহাস পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর। অ্যাকাউন্টস পরীক্ষা হবে ২০ ডিসেম্বর।
সম্পূর্ণ সূচি দেখতে ক্লিক করুন