আইআইএম আমদাবাদে সদ্য এক পড়ুয়া অমিত বুকিয়ার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, অমিত বুকিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এদিকে, ছেলের মৃত্যুর পর আমদাবাদে পৌঁছে অমিত বুকিয়ার বাবা পুলিশকে এক বিস্ফোরক তথ্য জানিয়েছেন। অমিত বুকিয়ার বাবার দাবি, আইআইএম আমদাবাদের পুরনো বনাম নতুন লোগো ইস্যু ঘিরেই তাঁর ছেলে আত্মহত্যার প🐻থ বেছে নেন।
আইআইএম আমেদাবাদে সামনেই ‘দ্য রেড ব্রিক সামিট ম্যানেজমেন্ট কনক্লেভ ’ ছিল। সেই কনক্লেভ -এ কোন লোগো ব্যবহার করা হবে, তা নিয়ে ঝামেলার জেরেই পিজিপি পড়ুয়া অমিত আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর বাবা। আমদাবাদের জোন১ এর ডিসিপি হিমাংশু বর্মা জানিয়েছেন, ‘বুকিয়ার বাবা বি হেমন্ত শহরে এসেছেন। আইআইএম-এ তে তাঁর ছেলের মৃত্যু নিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে, যেখানে এক মহওিলার কথা উল্লেখ করা হয়েছে।’ সেই মহিলা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপনার সঙ্গে জড়িত, নাকি অমিতের বন্ধু, পড়ুয়া, নাকি অমিতের সহপাঠী বা স্টাফ, তা জানা যায়নি আপাতত। তবে এই মহিলাকে ঘিরে বহু প্রশ্ন থেকে যাচ্ছে। অভিযোগে বলা হয়েছে, এই মহিলার সঙ্গে অমিতের ঝামেলা চলছিল আইআইএম-এর জন্য কোন লোগো ব্যবহার করা হবে … নতুন নাকি পুরনো.. তা নিয়ে। পুলিশ বলছে,'বুকিয়ার বাবার অভিযোগ, সেই ঘটনা তাঁর ছেলেকে বিশাদগ্রস্ত করে তোলে, যার হাত ধরে তিনি আত্মহত্যার রাস্তা নেন।'
পুলিশ জানিয়েছে, ♉এই আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত, অনেকের বয়ান রেকর্ড করছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখে, তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে, বলে জানিয়েছে।
উল্লেখ্য, তেলাঙ্গানার ওয়ারঙ্গলের বাসিন্দা ছিলেন অমিত বুকিয়া। আইআইএম-র এই পড়ুয়ার মৃত্যুকাল𒀰ে বয়স ছিল ২৪ বছর। বৃহস্পতিবার অমিতকে তাঁর হস্টেলের রুমে বিকেল ৩.৪৫ মিনিট নাগাদ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই TRBS বাতিল করে দেয় আইআইএম-আমেদাবাদ। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল শুক্রবার থেকে। এদিকে, পুলিশ নামে তদন্তে। পুলিশ বলেছে, ওই সামিটের জন্য যে সামগ্রী প্রিন্ট করা হচ্ছিল, সেখানে বুকিয়া পুরনো লোগো প্রিন্ট করার পক্ষে ছিলেন, যেখানে ওই মহিলা নতুন লোগো প্রিন্টের পক্ষে ছিলেন। পুলিশ বলছে, অভিযুক্ত মহিলা, বুকিয়াকে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রতিষ্ঠান থেকে কড়া পদক্ষেপের। বুকিয়ার বাবা পুলিশকে জানিয়েছেন, ছেলে তাঁকে এই ঝগড়ার বিষয়ে জানিয়েছিলেন। আপাতত গোটা বিষয় নিয়ে পুলিশ চালাচ্ছে তদন্ত।