রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইতিমধ্যেই ৩০০০ পড়ুয়াকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্র সরকার। কিন্তু, এখনও অনেক পড়ুয়া ইউক্রেনের খারকিভ, সুমিসহ বিভিন্ন শহরে আটকে রয়েছেন। একদিকে, যেমন দেশে ফেরায় খুশি তাদের পরিবার তেমনি অনেক পড়ুয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুশ্চিন্তায় তাদের পরিবার। যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনে আটকে ছিলেন বা রয়েছেন তাদের সিংহভাগই হলেন ডাক্তারি পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে অধিকাংশ পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এখন প্রশ্ন উঠছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখল দেশের মেডিকেল পেশা সংক্রান্ত বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আই এম এ)। অনেক অভিভাবকই জমি জায়গা বেচে বা ধার দেনা করে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ইউক্রেনে পাঠিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের যা অবস্থা এখন আপাতত সেখানে গিয়ে পড়াশোনা সম্ভব নয়। এই অবস্থায় ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে, ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের দেশের মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হোক।চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে পড়ুয়াদের সঙ্গে দেখা করার পর মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানোর কথা বলেছেন। অন্যদিকে, এই বিষয়টি সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র সরকার যে ব্যবস্থা নেবে সে ব্যাপারে আশাবাদী পড়ুয়ারা।