রাজনৈতিক ময়দানে ঝড় তোলার আগে ক্রিকেটার হিসেবে বিশ্ব মাতিয়েছেন ইমরান খান। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে ইমরানের নাম গণ্য করা হয়। এহেন ইমরান রাজনীতির ময়দানে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন। তবে গদিচ্যুত হয়ে এখন তিনি বিরোধী আসনে। ৭০ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্♏রী খোয়াজা আসিফ। আসিফ দাবি করেন, ক্রিকেটার হিসেবে ভারত থেকে পাওয়া সোনার মেডেল বিক্রি করেছেন ইমরান খান।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ‘সরকারি উপহার’ ব্যক্তিগত স্বার্থে বিক্রি কর🐻ার জন্য বিতর্কে জড়িয়েছেন ইমরান খান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে যখন কেই কিছু পান, তখন তা জাতীয় সম্পত্তি হয়। কোনও প্রধানমন্ত্রী তা ব্যবহার করতে পারলেও ব্যক্তিগত সম্পত্তির মতো তা বিক্রি করতে পারেন না। তবে ইমরান খ🧸ান নাতি তাই করেছিলেন। এর জেরে তাঁর বিরুদ্ধে বারংবার আক্রমণ শানিয়েছেন শেহবাজ শরিফ, বিলাওয়াল ভু্ট্টোরা।
এই আবহে এক টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগের নেতা ꦅআসিফ দাবি করেন, ক্রিকেটার হিসেবে ভারত থেকে পাওয়া সোনার মেডেল বিক্রি করে দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তবে ইমরান খানের সেই সোনার মেডেল নিয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি আসিফ।
এদিকে উপহার হিসেবে পাওয়া সরকারি সম্পত্তি বিক্রি করার ঘটনায় ‘মিথ🔥্যে’ বলায় ইতিমধ্যেই ইমরানের সাংসদপদ খারিজ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পরে ইমরান খান স্বীকার করেন, প্রধানমন্ত্রী হি𒈔সেবে পাওয়া চারটি উপহার তিনি পাকিস্তানি তোষাখানা থেকে বিক্রি করে দেন।