রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর দীপোৎসবের আয়োজন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবারও ঘটা করে রাম কি পৌরি ঘাটে অনুষ্ঠিত হবে দীপোৎসব। ২৪ লক্ষ প্রদীপে আলোকিত হবে সরযু নদীর ঘাট। অযোধ্যার স্থানীয় স্টার্টআপ সরবরাহ করবে এই প্রদীপ। যার মালিক বিলাল আনসারি। থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লে, লেজার শো এবং আতশবাজি প্রদর্শনীতে নজর কাড়বে দীপোৎসব। এই অলোকৎসবের দায়িত্বে রয়েছে যে ইভেন্ট ম𒀰্যানেজমেন্ট সংস্থা, তার মালিকের নাম গোলাম সারোয়ার।
প্রতি বছরই নতুন কিছু করার জন্য গিনেস বুক অফ ওর্য়াল্ড রেকর্ডসে নাম ওঠে। এবারও প্রদীপের সংখ্যার জন্য নাম উঠতে পারে গিনেস বুকে। ২৪ লক্ষ প্রদীপ♔ের মধ্যে ২২ লক্ষ সরবারহ করবে আনসারির সংস্থা। ওই সংখ্যক প্রদীপ জ্বালাতে তেল লাগবে প🀅্রায় এক লক্ষ লিটার। এক সঙ্গে ড্রাই ফুলের পাপড়িও ছড়ানো হবে।
আনসারি জানিয়েছে, তিনি প্রদীপের নমুনা পাঠিয়েছিলেন♉ অযোধ্যা বিশ্ববিদ্যালয়ে। সেই নমুনা পছন্দ হয় কমিটির। তারই দীপোৎসবে আনসারিকে প্রদীর সরবরাহের জন্য বলেন।
(পড়তে পারেন। দে♔ওয়ালির আগেই ডিফেন্সের অবসরপ্রাপ্তদের বকেয়া মিটিয়ে দিন, মন্ত্রককে নির্দেশ রাজনাথের)
তাঁর কারখানায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে প্রদীপ তৈরি হয়। যে মেশিনে একদিন ৪ হাজার প্রদীপ তৈরি হবে। তিনি ও তার কর্মীরা দ্রুত কাজ শেষ কতে দিন-রাত এক করে কাজ করছেন। জানা গিয়েছে, ২-৩ লাখ প্রদীপ সরবারহ করবে আনসারির সং🧸স্থা। বাকি ২০ লক্ষ প্রদীপ অন্য গোলাম সারোয়ারউইল নꦯামে এক প্রদীপ নিমার্তা সরবরাহ করবেন।