চিনের টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এবার ভারতে কর ফাঁকি দেওয়ার অভিযোগ। আর সেই পরিকল্পনা সফল করতে তারা আয়ের বিপুল অঙ্ক পুরোপুরি চেপে গিয়েছে বলে অভিযোগ। ভারতের অর্থমন্ত্রক ইতিমধ্যেই ওই কোম্পানির বিরুদ্ধে🌠 পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে। তবে ভারতের অর্থ মন্ত্রক কোনও কোম্পানির নাম উল্লেখ না করে জানিয়েছে, একটি বড় টেলিকম গ্রুপ ৪০০ কোটি আয় লুকিয়ে গিয়েছে। শুধু মাত্র ৪৮০ কোটির খরচ দেখিয়েছে যার কোনও যৌক্তকতাও দেখাতে পারেনি।
এদিকে সূত্রের খবর, চিনের সংস্থা Huaweiএর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় আয়কর দফতর গত মাসে সংস্থারꦕ দিল্লি, গুর𒊎ুগ্রাম,বেঙ্গালুরুর অফিসে হানা দেয়। সংস্থার একাধিক পদস্থা কর্তার বাড়িতেও আয়কর হানা হয়েছে। তবে এনিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে অর্থমন্ত্রক জানিয়েছে এনিয়ে তদন্ত চলছে।
এদিকে ভারত আগেই মূলত চিনের ৫৪টি অ্য়াপ ব্লক করে দিয়েছিল। আমেরিকাও তার সহযোগীদের সতর্ক করেছে ওই কোম্পানির কাছ থেকে কোনও ৫জি পরিষেবা না নিতে। মূলত তথ্য় পাচারের আশঙ্কাতেই এই বার্তা আমেরিকার। এদিকে আমেরিকা ইতিমধ্যেই ত꧒াদের দেশে ওই কোম্পানির 𒅌চিপ সহ অন্যান্য সরঞ্জামের ব্যবসার ক্ষেত্রে রাশ টেনে দিয়েছে।
চিনের টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এবার ভ﷽ারতে কর ফাঁকি দেওয়ার অভিযোগ। আর তার জেরে তারা আয়ের বিপুল অঙ্ক পুরোপুরি চেপে গিয়েছে বলে অভিযোগ। ভারতের অর্থমন্ত্রক ইতিমধ্যেই ওই কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে। তবে ভারতের অর্থ মন্ত্রক কোনও কোম্পানির নাম উল্লেখ না করে জানিয়েছে, একটি বড় টেলিকম গ্রুপ ৪০০ কোটি আয় লুকিয়ে গিয়েছে। শুধু মাত্র ৪৮০ কোটির খরচ দেখিয়েছে যার কোনও যৌক্তকতাও দেখাতে পারেনি।
এদিকে সূত্রের খবর চিনের সংস্থা Huaweiএর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এদিকে গোটা ঘটনায়꧃ আয়কর দফতর গত মাসে সংস্থার দিল্লি, গুরুগ্রাম,বেঙ্গালুরুর অফিসে হানা দেয়। সংস্থার একাধিক পদস্থা কর্তার বাড়িতেও আয়কর হানা হয়েছে। তবে এনিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে অর্থমন্ত্রক জানিয়েছে এনি🍌য়ে তদন্ত চলছে।
এদিকে ভারত আগেই মূলত চিনের ৫৪টি অ্য়াপ ব্লক করে দিয়েছিল। আমেরিকাও তার সহযোগীদের স♈তর্ক করেছে ওই কোম্পানির কাছ থেকে কোনও ৫জি পরিষেবা না নিতে। মূলত তথ্য় পাচারের আশঙ্কাতেই এই বার্তা আমেরিকার। এদিকে আমেরিকা ইতিমধ্যেই তাদের দেশে ওই কোম্পানির চিপ সহ অন্যান্য সরঞ্জামের ব্যবসার ক্ষেত্র🐠ে রাশ টেনে দিয়েছে।
|#+|