রেজাউল এইচ লস্কর
জলপথে পণ্য পরিবহণের জন্য এবার চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরে ব্যবহার করার ব্যাপা👍রে মহড়া শুরুর প্রস্তুতি নিল ভারত ও বাংলাদেশ দুই দেশ। ২০১৮ সাল𒉰ে এনিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য রফতানির জন্য চট্টগ্রাম ও মঙ্গলা পোর্টকে ব্যবহার করার ব্যাপারে চুক্তি হয়েছিল।
২০২০ সালে জুলাই মাসে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কলকাতা থেকে ত্রিপুরায় পণ্য পরিবহণের মহড়া হয়েছিল। বহু কাল আগে এই পথ খোলা ছিল। লোহার রড, ডাল, হলদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। স্থলপথে তা ত্রিপুরায় পাঠানো হ🐼য়েছিল। এরপর করোনার জেরে সেই বাণিজ্য বন্ধ হয়ে যায়।
ফের এনিয়ে তৎপরতা শুরু হয়েছে। দুটি বন্দরে অন্তত চারটি মহড়া যাত্রা করার ব্যাপারে চেষ্টা চলছে। পাশাপাশি মেঘালয় ও ত্রিপুরায় স্থলপথে যাতায়াতের ব্যাপারেও নতুন রুটের সন্ধান চলছে। এদিকে এই মহড়ার ব্যাপারে বাংলাদেশের দিক💜ে সম্প্রতি মিটিং হয়েছিল।চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরের আধিকারিকরাও এই আলোচনায় ছিলেন।