মার্কিন নির্বাচনে বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এবার সময় এসেছে তাঁর পরবর্তী প্রশাসনের পদাধিকারীদের বেছে নেওয়ার। এই আবহে ট্রাম্পের প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে ভারতীয় ককাসের প্রধান মাইক ওয়াল্টজ বসতে পারেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। অ্যাসোসিয়েটেড প্রেসের তরফ থেকে সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, মার্কিন কংগ্রেস সদস্য মাইক ওয়াল্টজকে নিজের এনএসএ করতে চান ট্রাম্প। (আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় সাত সক🦹াꦉলে ইডির অভিযান বাংলা-ঝাড়খণ্ডের ১৭ জায়গায়)
আরও পড়ুন: কাজের জন্যে মেট্রোর পরিষেবায় পরিবর্তন, নাজেহাল নিত্যযাত্রীরা, ༺কী বলছে রেল?
উল্লেখ্য, বর্তমানে বাইডেন প্রশাসনে এনএসএ পদে আছেন জেক সালিভান। আর ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ট্রাম্প ১.০ জমানায় এই পদে বহাল হয়েছিলেন একাধিক ব্যক্তি। প্রথমে এই পদে ছিলেন মাইকেল ফ্লিন। এরপর এই পদে আসীন হন এইআর ম্যাকমাস্টার। এরপর আসেন জন বল্টন। আর তারপর রবার্ট সি ও'ব্রায়েন। (আরও পড়ুন: 'রামমন্দিরের ভিত নাড়িয়ে দেব', অযোধ্যায় হꦑামলার হুমকি খলি🍌স্তানি নেতা পান্নুনের)
আরও পড়ুন: বাং𒐪লায় জুড়েছে ২ রেলপ🌜থ, নয়া রুটে ট্রেন চালুর আগে অবশ্য ভোগান্তি লোকাল যাত্রীদের
উল্লেখ্য, ভারতীয় ককাসের প্রধান মাইক ওয়াল্টজ এর আগে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিলেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর হয়ে আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত থেকেছেন মাইক। তিনি আফগানিস্তান বিষয়ক নীতি নির্ধারক পরামর্শদাতাও ছিলেন পেন্টাগনের। এর আগে মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিস কমিটির প্রধান হিসেবে তিনি বাইডেন প্রশাসনকে আফগান নীতি নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন। যেভাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছিল এবং বিপুল সংখ্যক মার্কিন অস্ত্র তালিবানের হাতে চলে যায়, তা নিয়ে সরব হয়েছিলেন মাইক। (আরও পড়ুন: ৩-৪▨ দিনে নামতে পারে পারদ, বলছে রিপোর্ট, শীত নিয়ে বড় আপডেট IMD প্রধানের)
আরও পড়ুন: হাসপাতালে ভরতি বছর ৮৪-র বিমান বসু, এখন ಞকেমন আছেন বাম নেতা?
এদিকে চিন ইস্যুতেও বেশ কঠোর মনোভাব পোষণ করেন মাইক। চিনের আগ্রাসী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে তিনি বারংবার সরব হয়েছেন এর আগে। এদিকে চিনের বিরুদ্ধে প্রযুক্তি চুরির যে অভিযোগ ওঠে তা নিয়েও সরব তিনি। এই আবহে চিনের 🌜ওপর মার্কিন নির্ভরতা কমানোর পক্ষে দীর্ঘদিন ধরে সওয়াল করে এসেছিলেন মাইক। এদিকে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার এবং কোভিড ইস্য়ুতে চিনে অনুষ্ঠিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কটের ডাক দিয়েছিলেন মাইক।